Weekly And Model Exam 2.5
Weekly & Model Examination (WnM Exam - 2.5)
Success doesn’t come overnight—it is built step by step, page by page, and hour by hour. Every moment you spend studying is an investment in your future self. Even when it feels difficult or slow, remember that consistency is more powerful than bursts of effort. Each chapter you read, each problem you solve, and each note you take is a brick in the foundation of your dreams. Stay focused, stay patient, and trust the process—your hard work today will open doors tomorrow.
Q1. বাংলা সাহিত্যের প্রথম স্বার্থক নাটক কোনটি?
A. ভদ্রার্জুন
B. কীর্তিবিলাস
C. শর্মিষ্ঠা
D. কুলীকুল স্বর্বস্ব
Right Answer : C
Q2. বাংলা সাহিত্যের প্রথম স্বার্থক উপন্যাস কোনটি?
A. আলালের ঘরের দুলাল
B. ফুলমনি ও করুনার বিবরণ
C. মৃত্যু ক্ষুধা
D. দুর্গেশনন্দিনী
Right Answer : D
Q3. নিম্নলিখিত কোন ব্যক্তি ‘সংবাদ কৌমুদী’ পত্রিকার প্রতিষ্ঠা করেন?
A. রাস বিহারী বসু
B. রাজা রাম মোহন রায়
C. শিশির কুমার ঘোষ
D. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Right Answer : B
Q4. রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন রচনাটি নেতাজী সুভাষ চন্দ্র বসুকে উৎসর্গ করেন?
A. শেষের কবিতা
B. কালের যাত্রা
C. তাসের দেশ
D. বসন্ত
Right Answer : C
Q5. সরকার কর্তৃক বাজেয়াপ্ত হওয়া নজরুলের একটি কাব্যগ্রন্থ-
A. সর্বহারা
B. জিঞ্জির
C. প্রলয়শিখা
D. সাম্যবাদী
Right Answer : C
Q6. কোনটি সূর্যের সমার্থ শব্দ?
A. দিনেশ
B. অবনী
C. কলানিধি
D. বিভাবসু
Right Answer : A
Q7. কোনটি বাতাস শব্দের সমার্থক শব্দ নয়?
A. পাবক
B. মারুত
C. পবন
D. অনিল
Right Answer : A
Q8. ‘প্রসন্ন’-এর বিপরীতার্থক শব্দ কি?
A. দুঃখ
B. বিষণ্ণ
C. কষ্ঠ
D. অপ্রসন্ন
Right Answer : B
Q9. যা চিরস্থায়ী নয়-
A. অস্থায়ী
B. ক্ষণিক
C. ক্ষণস্থায়ী
D. নশ্বর
Right Answer : D
Q10. "যে সকল অত্যাচারই সয়ে যায়" এক কথায় কি হবে?
A. সর্বংসহা
B. সর্বসহ্যকারী
C. সহ্যকারী
D. অত্যাচারী
Right Answer : A
Q11. Among them, who is the poet of the Middle English period?
A. Sir Thomas More
B. Christopher Marlowe
C. Geoffrey Chaucer
D. John Donne
Right Answer : C
Q12. Who was the first English prose writer?
A. Geoffrey Chauche
B. Caedmon
C. John Wycliffe
D. John Gower
Right Answer : C
Q13. "Could you please help me?" Here "could" is used as-
A. present tense
B. past tense
C. future tense
D. present perfect tense
Right Answer : A
Q14. 'May he not suffer' is an-
A. Assertive sentence
B. Optative sentence
C. Interrogative sentence
D. Imperative sentence
Right Answer : B
Q15. The patient (die) before the doctor came.
A. died
B. had died
C. have died
D. would die
Right Answer : B
Q16. A simple sentence consists of-
A. Two clauses
B. One clauses
C. Three clauses
D. Four clauses
Right Answer : B
Q17. I had done the work and went home.(Simple)
A. Having done the work, I went home.
B. Being done the work , I went home.
C. Because of being done the work , I went home.
D. As I had done the work , I went home.
Right Answer : A
Q18. The correct translation of -’সে ইংরেজীতে কাঁচা, তাই নয় কি?'
A. He is weak in English, isn't he?
B. He is weak in English, aren't he?
C. He weak in English, isn't he?
D. He weaks in English, isn't he?
Right Answer : A
Q19. Translate: ‘বালকদের মধ্যে একজন অন্ধ'
A. One of the boys blind
B. One of the boys are blind
C. One of the boys is blind
D. Only one boy is blind
Right Answer : C
Q20. The translation of "মেয়েটি দেখতে তার মায়ের মত" is-
A. The girl looks after her mother
B. The girl takes in her mother
C. The girl takes after her mother
D. The girl seems to be her mother
Right Answer : C
Q21. দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা ৮ মিনিটে পূর্ণ হয়। নল দুটি খুলে দেয়ার ৪ মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেয়াতে চৌবাচ্চাটি পূর্ণ হতে আরো ৬ মিনিট লাগল। প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে?
A. ১৮ এবং ১২ মিনিট
B. ২৪ এবং ১২ মিনিট
C. ১৫এবং ১২ মিনিট
D. ১০ এবং ১৫ মিনিট
Right Answer : B
Q22. একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে ১০, ১২ ও ১৫ ঘন্টায় পূর্ণ হতে পারে। তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চার অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে?
A. ৪ ঘন্টা
B. ৬ ঘন্টা
C. ৩ ঘন্টা
D. ২ ঘন্টা
Right Answer : D
Q23. দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে ১০ ও ১৫ ঘন্টায় পানি পূর্ণ করে। নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পানি পূর্ণ হবে?
A. ৬ ঘন্টায়
B. ৫ ঘন্টায়
C. ৪ ঘন্টায়
D. ২ ঘন্টায়
Right Answer : A
Q24. একটি বন্দুকের গুলি প্রতি সেকেন্ডে ১,৫৪০ ফুট গতিবেগে লক্ষ্যভেদ করে। এক ব্যক্তি বন্দুক ছুঁড়বার ৩ সেকেন্ড পরে লক্ষ্যভেদের শব্দ শুনতে পায়। শব্দের গতি প্রতি সেকেন্ডে ১১০০ ফুট। লক্ষ্য বস্তুর দূরত্ব কত?
A. ২০২৫ ফুট
B. ১৯২৫ ফুট
C. ১৯৭৫ ফুট
D. ১৮৭৫ ফুট
Right Answer : B
Q25. ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব ৪৫ মাইল। করিম ঘন্টায় ৩ মাইল বেগে হাঁটে এবং রহিম ঘন্টায় ৪ মাইল বেগে হাঁটে। করিম ঢাকা থেকে রওয়ানার এক ঘণ্টা পর রহিম টাঙ্গাইল থেকে ঢাকা রওয়ানা হয়েছে। রহিম কত মাইল হাঁটার পর করিমের সাথে দেখা হবে?
A. ২৪
B. ২৮
C. ২২
D. ১১
Right Answer : A
Q26. ঢাকা ও চট্টগ্রাম এই দুই রেল স্টেশন থেকে প্রতি ঘণ্টায় একটা ট্রেন এক স্টেশন থেকে অন্য স্টেশনের দিকে যাত্রা করে। সব ট্রেনই সমান গতিতে চলে এবং গন্তব্যস্থলে পৌঁছাতে প্রত্যেক ট্রেনের ৫ ঘণ্টা সময় লাগে। এক স্টেশন থেকে যাত্রা করে অন্য স্টেশনে পৌঁছানো পর্যন্ত একটা ট্রেন কয়টা ট্রেনের দেখা পাবে?
A. ৮
B. ১০
C. ১১
D. ১২
Right Answer : B
Q27. ১৫০ মিটার লম্বা ট্রেন ৪৫০ মিটার লম্বা একটি প্ল্যাটফরমকে ২০ সেকেন্ডে অতিক্রম করলে ঐ ট্রেনের গতিবেগ প্রতি সেকেন্ডে কত হবে?
A. ৪০ মিটার
B. ৩০ মিটার
C. ২৫ মিটার
D. ২০ মিটার
Right Answer : B
Q28. নৌকা ও স্রোতের বেগ ঘণ্টায় যথাক্রমে ১০ ও ৫ কিমি। নদী পথে ৪৫ কিমি দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘণ্টা সময় লাগবে?
A. ৯ ঘণ্টা
B. ১২ ঘণ্টা
C. ১০ ঘণ্টা
D. ১৮ ঘণ্টা
Right Answer : B
Q29. চাকরি পাওয়ার সম্ভাবনা ৪/৫ হলে চাকরি না পাওয়ার সম্ভাবনা কত?
A. ১/৫
B. ২/৫
C. ৩/৫
D. ৪/৫
Right Answer : A
Q30. 'ইরাটম' কি?
A. উন্নত জাতের ধান
B. উন্নত জাতের পাট
C. উন্নত জাতের ইক্ষু
D. উন্নত জাতের চা
Right Answer : A
Q31. কোন প্রাকৃতিক সম্পদ হতে বিদ্যুৎ উৎপন্ন করা যায়?
A. মাটি
B. নদ-নদী
C. বনজ সম্পদ
D. সমুদ্র সম্পদ
Right Answer : B
Q32. দুটি বর্জনশীল ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা কত?
A. 0
B. 0.25
C. 0.50
D. 1
Right Answer : A
Q33. সেন্টমার্টিন দ্বীপে কোন ধরনের খনিজ সম্পদ পাওয়া যায়?
A. সিলিকা বালু
B. চীনা মাটি
C. চুনা পাথর
D. খনিজ বালি
Right Answer : C
Q34. সুদের হার ও শেয়ার বাজারের সম্পর্ক কোন ধরনের?
A. ধনাত্মক
B. ঋণাত্মক
C. কোন সম্পর্ক নেই
D. ব্যাংকিং ব্যবস্থার উপর নির্ভরশীল
Right Answer : B
Q35. নিম্নের কোনটি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রনের হাতিয়ার নয়?
A. ব্যাংক হার বৃদ্ধি
B. নগদ জমার অনুপাত বৃদ্ধি
C. খোলাবাজারে ঋণপত্র বিক্রয়
D. মুদ্রা সরবরাহ বৃদ্ধি
Right Answer : D
Q36. বিক্রয় কর একটি-
A. প্রত্যক্ষ কর
B. পরোক্ষ কর
C. আয়কর
D. মূল্য সংযোজন কর
Right Answer : B
Q37. কৃষিকার্য কীসের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল?
A. জলবায়ু
B. মৃত্তিকা
C. নদ-নদী
D. ভূমিরূপ
Right Answer : A
Q38. কম্পিউটার নেটওয়ার্কের ক্ষেত্রে নিচের কোন মাধ্যমটি সর্বাপেক্ষা দ্রুত তথ্য পরিবহনে সক্ষম?
A. কো এক্সিয়াল কেবল
B. ফাইবার অপটিক কেবল
C. টুইস্টেড পেয়ার কেবল
D. আর জে ৪৫ কানেক্টর
Right Answer : B
Q39. লন্ডন বিজ্ঞান জাদুঘর যান্ত্রিকভাবে গণনা করতে সক্ষম ইঞ্জিন কত সালে তৈরি করে?
A. ১৮৩৩
B. ১৮৪২
C. ১৯৫৩
D. ১৯৯১
Right Answer : D
Q40. DOS অপারেটিং সিস্টেমের প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোনটি?
A. অ্যাপল
B. এইচপি
C. মাইক্রোসফট
D. ডেল
Right Answer : C
Q41. 'সোনালী কাবিন' এর রচয়িতা কে?
A. হাসান হাফিজুর রহমান
B. আল-মাহমুদ
C. হুমায়ুন আজাদ
D. শক্তি চট্টোপাধ্যায়
Right Answer : B
Q42. 'ঠক চাচা' চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?
A. আলালের ঘরের দুলাল
B. জোহরা
C. মৃত্যুক্ষুধা
D. হাজার বছর ধরে
Right Answer : A
Q43. Which of the following ages in literary history is the latest?
A. The Augustan Age
B. The Victorian Age
C. The Georgian Age
D. The Restoration Age
Right Answer : C
Q44. What is the meaning of the word 'intrepid'?
A. arrogant
B. belligerent
C. questioning
D. fearless
Right Answer : D
Q45. 'Pediatric' relates to the treatment of –
A. Adults
B. Children
C. Old people
D. Women
Right Answer : B
Q46. x + y – 1 = 0, x – y + 1 = 0 এবং y + 3 = 0 সরল রেখা তিনটি দ্বারা গঠিত ত্রিভুজটি-
A. সমবাহু
B. বিষমবাহু
C. সমকোণী
D. সমদ্বিবাহু
Right Answer : C
Q47. Wisdom শব্দের বাংলা অর্থ—
A. জ্ঞান
B. বুদ্ধি
C. মেধা
D. প্রজ্ঞা
Right Answer : D
Q48. ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত?
A. ডালাস
B. লন্ডন
C. নিউইয়র্ক
D. হংকং
Right Answer : C
Q49. 'Duchess' is the feminine of-
A. Dramatist
B. Dutchman
C. Duke
D. Earl
Right Answer : C
Q50. সেচ নির্ভর ধান কোনটি?
A. হীরা
B. বোরো
C. আউশ
D. আমন
Right Answer : B