Examination Rules
Weekly & Model Exam (WnM Exam) এর গ্রুপের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে। সবাইকে মনোযোগ দিয়ে পুরোটা পড়ার জন্য অনুরোধ করা হলো।

WnM Exam Group - A (ফি: ৫০ টাকা)
- গ্রুপে যুক্ত হওয়ার সময় ৫০ টাকা ফি দিতে হবে।
- পরীক্ষা না দিলে ২৯ টাকা জরিমানা।
- শারীরিক অসুস্থতায় বিশেষ বিবেচনা করা হবে (নিয়মিত পরীক্ষার্থীদের জন্য)।
- রেফারেন্স বা Group B থেকে ১০টি পরীক্ষা দিলে Group A-তে যুক্ত হতে পারবেন।
- ব্যক্তিগত ব্যস্ততার কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়।
- নির্দেশনা অমান্য করলে জরিমানা করা হবে।
- গ্রুপের সদস্যদের প্রতি ভদ্রতা বজায় রাখা বাধ্যতামূলক।
- দীর্ঘ অনুপস্থিতিতে রেজিস্ট্রেশন বাতিল হবে।
- যথোপযুক্ত কারণ ছাড়া পরপর ২টি WnM or WnM Recap Exam মিস করলে রেজিস্ট্রেশন বাতিল।
WnM Exam Group - B (ফি: প্রতি এক্সামে ৫ টাকা)
Exam Fees: 05/- Taka (Per Exam)
Examination Day: Every Monday
নিয়ম সবার জন্য সমান। WnM Exam Group - B এর জন্য প্রতি ১০টি এক্সামের পর ৫০ টাকা ফি দিতে হবে। নিয়মগুলো মাথায় রেখে নিয়মিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।
যাদের এই গ্রুপে যুক্ত না হওয়ার অনুরোধ:
- নিয়ম-কানুন মানতে অনিচ্ছুক।
- নিয়মিত এক্সাম দিতে আগ্রহ নেই।
- বারবার ইন্টারনেট সমস্যা/মনে না থাকার অজুহাত দেন।
- গ্রুপে বিরক্তিকর আচরণ করেন।
- যারা নিজের ব্যর্থতার দায় গ্রুপ বা প্রশ্নের উপর চাপান।
- এক্সাম সিস্টেম যাদের পছন্দ নয়।
Weekly & Model Exam (Compulsory)
৫০ টি প্রশ্নের জন্য ৩০ মিনিট এবং ১০০ প্রশ্নের জন্য ৬০ মিনিট। পরীক্ষা দিন: সোমবার সকাল থেকে রাত ১২টা পর্যন্ত।
- নিয়মিত পরীক্ষা দিতে হবে, এক্সকিউজ গ্রহণযোগ্য নয়।
- গ্রুপে অপ্রয়োজনীয় মেসেজ বা স্টিকার দেওয়া যাবে না।
- নেট না থাকা, বিজি থাকা ইত্যাদি অজুহাত গ্রহণযোগ্য নয়।
- Female সদস্যদের ইনবক্সে বিরক্ত করা যাবে না।
- গ্রুপে ID Number Nickname হিসেবে ব্যবহার করতে হবে।
গ্রুপ থেকে রিমুভ হলে বা নিজে লিভ নিলে বা অনেকদিন পরীক্ষা না দিলে রেজিস্ট্রেশন বাতিল করা হবে। পুনরায় যুক্ত হতে ৫০ টাকা রেজিস্ট্রেশন ফি দিতে হবে। শুধুমাত্র মারাত্মক অসুস্থতা থাকলে বিশেষ বিবেচনা করা হবে।
WnM Recap Examination
উদ্দেশ্য: সোমবারের পরীক্ষার প্রশ্নগুলো মুখস্থ করানো ও যাচাই করা।
- প্রতি বুধবার থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত Recap Exam দেওয়া যাবে।
- একই প্রশ্নে ৩ বার পর্যন্ত পরীক্ষার সুযোগ।
- ৫০ প্রশ্নের জন্য ১৫ মিনিট, ১০০ প্রশ্নের জন্য ৩০ মিনিট।
- Recap না দিলে ২৯ টাকা জরিমানা।
Recap পরীক্ষায় উত্তর দেখে দিয়ে থাকলে, নিজেকে ঠকানো হবে। আগে ভালোভাবে পড়ে পরীক্ষায় বসুন।
শেষ কথা: আপনি যদি উপরের সবকিছু মেনে চলতে প্রস্তুত থাকেন, তাহলে Examiner-এর সঙ্গে যোগাযোগ করে রেজিস্ট্রেশন করুন।
বি. দ্র. নিয়ম পরিবর্তনের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
সকলের জন্য শুভকামনা!
রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় তথ্য
Weekly & Model Exam গ্রুপে যুক্ত হতে চাইলে নিচের তথ্যগুলো ইংরেজিতে লিখে Examiner এর ফেসবুক আইডিতে ইনবক্স করুন:
- Full Name:
- Present Address:
- Educational Qualification:
- Date of Birth:
- Mobile Number:
- Current Status (Student/Job Holder/Only BCS Preparation/Others):
- Marital Status:
- Are you involved in any other exam group? (Yes/No):
📨 Send to: facebook.com/suzonkumar.me