Examination Rules

Weekly & Model Exam (WnM Exam) এর গ্রুপের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে। সবাইকে মনোযোগ দিয়ে পুরোটা পড়ার অনুরোধ করা হলো।

Examination Rules

আমাদের দুইটি WnM Exam Group আছে। দুইটি গ্রুপে একই টপিক এবং প্রশ্নে পরীক্ষা হয়।

01. WnM Examination Group - A ( Admission Fees 50/- Taka):

১। গ্রুপে যুক্ত হওয়ার সময় ৫০/- টাকা ফি প্রদান করতে হবে।

২। গ্রুপে যুক্ত থাকা অবস্থায় কোন পরীক্ষা না দিলে বা কোন একটি পরীক্ষা দিতে ব্যর্থ হলে তাকে ২৯/- টাকা জরিমানা প্রদান করতে হবে।

৩। শারীরিক অসুস্থতা বা বিশেষ কোন সমস্যার কারণে পরীক্ষা না দিতে পারলে বিশেষ বিবেচনা করা হবে। এটা শুধুমাত্র যারা নিয়মিত রিক্যাপ এক্সাম দেয় তাদের জন্য প্রযোজ্য। কিন্তু কেউ যদি নিয়মিত রিক্যাপ এক্সাম না দেয়, তাদের ক্ষেত্রে যে কারণেই হোক না কেন সোমবারের এক্সাম দিতে ব্যর্থ হলে তাকে কোন ধরনের বিশেষ বিবেচনা না করেই জরিমানা করা হবে।

৪। এই গ্রুপে যুক্ত হতে গেলে WnM Exam Group - A এ এক্সাম দিচ্ছে এরকম কারোর কাছ থেকে রেফারেন্স অথবা WnM Exam Group - B এ যুক্ত হয়ে সর্বনিম্ন ১০টি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তাছাড়া সকল নিয়ম মেনে চলবেন এই শর্তে এবং পরীক্ষকের সম্মতিতে WnM Exam Group - A এ যুক্ত হতে পারবেন।

৫। পরীক্ষা না দেওয়ার ক্ষেত্রে কোন ধরনের ব্যাক্তিগত কারণ গ্রহণযোগ্য নয়।

৬। পরীক্ষা না দেওয়ার কারণ হিসেবে কোন ধরণের ব্যস্ততা গ্রহণযোগ্য নয়।

৭। গ্রুপের বা এক্সামের যেকোন নির্দেশনা অমান্য করলে তাকে জরিমানা করা হবে। সুতরাং পরীক্ষকের দেওয়া সকল নির্দেশনা অবশ্যই পালন করতে হবে। 

৮। গ্রুপের এক্সামিনার বা অন্য সদস্যের সাথে ভদ্রতা বজায় রেখে চলতে হবে।

৯। দীর্ঘদিন পরীক্ষায় অংশগ্রহণ না করলে তার রেজিস্ট্রেশন বাতিল করা হবে। পরে পরীক্ষা দিতে চাইলে ৫০/- টাকা ফি প্রদান করে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে।

১০। পরপর দুইটি রিক্যাপ এক্সামে অংশগ্রহণ না করলে ২৯/- টাকা জরিমানা করা হবে।

02. WnM Exam Group - B (প্রতি পরীক্ষার জন্য ফি ০৫/- টাকা।):

Exam Fees: 05/- Taka (Per Exam)

Examination Day: Every Monday

নিয়ম সবার জন্য সমান। পরীক্ষার গ্রুপে যুক্ত হতে হলে আপনাকে প্রতি  ১০টি এক্সাম পর পর ৫০/- টাকা ফি প্রদান করতে হবে। নিয়মগুলো খুব মনোযোগ দিয়ে পড়ে  এবং মাথায় রেখে নিয়মিত এক্সাম দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হলো। 

এক্সামিনারে ইনবক্সে গিয়ে এক্সাম না দেওয়ার জন্য শারীরিক অসুস্থতা ব্যতীত কোন কারণ না দর্শানোর জন্য অনুরোধ করা হলো। প্রতি সোমবার এক্সাম না দেওয়ার জন্য অসুস্থতা ব্যতীত কোন প্রকার অজুহাত গ্রহণযোগ্য নয়। নিয়ম অমান্য করলে তাকে জরিমানা করা হবে। 

যাদের Weekly & Model Exam Group (WnM Exam A & B) - এ Add না হতে অনুরোধ করা হলো:

  • যাদের গ্রুপের নিয়ম-কানুন পড়ার পরে পছন্দ হবে না।
  • যাদের নিয়ম পালন করতে ভালো লাগেনা।
  • পড়াশোনা না করে শুধু অজুহাত দিতে যারা খুবই পারদর্শী।
  • যাদের এক্সামের দিন ইন্টারনেট থাকে না।
  • যাদের এক্সাম দিতে মনে থাকেনা।
  • সকাল থেকে রাত ১২ টা পর্যন্ত যারা খুবই বিজি থাকেন।
  • যারা সারাদিন অনলাইনে থাকার পরেও গ্রুপের মেসেজ খেয়াল করেন না এবং এইজন্য এক্সাম দিতে পারেন না।
  • গ্রুপের নিয়ম ভাঙলে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হয় এবং পরবর্তীতে জরিমানা (২৯/- টাকা) নিয়ে গ্রুপে যুক্ত করা হয়। এসব বিষয়ে যাদের ইগোতে আঘাত বেশি লাগে তাদেরও গ্রুপে যুক্ত হতে নিষেধ করা হলো।
  • যারা নিজের মত করে পড়াশোনা করেন বলে বেড়ান এবং গ্রুপের এক্সাম নিয়মিত খারাপ দেন এবং সেই খারাপের জন্য প্রশ্নকর্তা বা গ্রপের এক্সামের সিলেবাসকে দোষারোপ করেন, তাদেরকে এই গ্রুপে যুক্ত হতে নিরুৎসাহিত করা হলো।
  • এক্সাম খারাপ বিভিন্ন কারণে হতেই পারে। এটা দোষের কিছুনা। এটার জন্য আপনার কাছে কোন কৈফিয়ত চাওয়া হবেনা। তবে কিছু না জিজ্ঞাসা করা  সত্বেও এক্সাম খারাপের জন্য নিজেকে দায়ী না করে বিভিন্ন টাইপের অজুহাত তৈরি করে সেটা আবার এক্সামিনারে ইনবক্সে এক্সপ্লেইন করে তাকে বিরক্ত করেন অনেকেই। আপনিও যদি এই টাইপের হন তাহলে গ্রুপে যুক্ত হতে নিষেধ করা হলো। 


নিচে নিয়মগুলো পর্যায়ক্রমে উল্লেখ ও বর্ণনা করা হলো:

Weekly & Model Exam (Compulsory): 

৫০ টি প্রশ্নের জন্য ৩০ মিনিট এবং ১০০ টি প্রশ্নের জন্য ৬০ মিনিট সময় দেওয়া হবে। তবে এক্সামের দিন সকাল থেকে রাত ১২ টা পর্যন্ত যেকোন সময় এক্সাম দিতে পারবেন। 

গ্রুপের নিয়মগুলো নিম্নরুপ:-

১। গ্রুপে নিয়মিত এক্সাম দিতে হবে। কোন এক্সকিউজ দেওয়া যাবেনা।

২। গ্রুপে কোন ধরনের স্টিকার বা অপ্রয়োজনীয় মেসেজ করা যাবেনা।

৩। ভুল করে কোন স্টিকার বা অপ্রয়োজনীয় মেসেজ দিয়ে ফেললে সাথে সাথে ডিলিট করতে হবে।

৪। সকাল থেকে রাত ১২ টা পর্যন্ত যেহেতু এক্সাম দেওয়ার সময় থাকে সেহেতু নেট (ইন্টারনেট কানেকশন) ছিলোনা, বিজি ছিলাম, মনে ছিলোনা প্রভৃতি টাইপের কথা বলে এক্সামিনারকে বিরক্ত করা যাবেনা।

৫। গ্রুপের কোন Female সদস্যের ইনবক্সে গিয়ে বিরক্ত করা যাবেনা। 

৬। WnM Exam গ্রুপে সবসময় নিকনেম হিসেবে আপনার ID রাখতে হবে। সুতরাং গ্রুপে যুক্ত হওয়ার সাথে সাথে নিকনেম হিসেবে আপনার নামে ইস্যুকৃত ID Number টি সেট করে রাখবেন। তবে যারা WhatsApp গ্রুপে আছেন তাদের নাম পরিবর্তন করার প্রয়োজন নাই। কিন্তু নিজ দায়িত্বে ID Number মনে রাখবেন সবাই।

গ্রুপের নিয়মগুলো উপর যথাযথ সম্মান প্রর্দশন না করতে পারলে মেসেঞ্জার গ্রুপে যুক্ত হতে নিরুৎসাহিত করা হলো।

আপনাকে যদি গ্রুপ থেকে রিমুভ করা হয় বা নিজেই লিভ নেন এবং পরবর্তীতে পুনরায় মেসেঞ্জার গ্রুপ যুক্ত হতে চান, তবে ২৯/- টাকা জরিমানা প্রদান করতে হবে।

[শুধুমাত্র তার অথবা তার ফ্যামিলির কারোর মারাত্মক অসুস্থতাজনিত কারণে কেউ এক্সাম না দিতে পারলে তার জন্য বিশেষ বিবেচনা করা হবে। তাছাড়া, বিশেষ কোন সমস্যা থাকলে আপনি চাইলে কোন প্রশ্নের উত্তর না দিয়েই উত্তরপত্র সাবমিট করতে পারবেন। সেক্ষেত্রে রেজাল্ট শিটে আপনার নাম থাকবে।] 


নিয়মিত পরীক্ষার সময়ঃ প্রতি সোমবার সকাল থেকে রাত ১২ টা পর্যন্ত।

WnM Recap Examination:

রিক্যাপ এক্সাম নেওয়ার উদ্দেশ্যঃ 

রিক্যাপ এক্সামের প্রধান উদ্দেশ্য সোমবারে যে এক্সাম নেওয়া হবে সেই একই প্রশ্ন এবং উত্তর পুরোপুরি মুখস্থ করানো এবং সেটা কতটা মনে রাখতে পারছেন সেটা যাচাই করা। অনেকে এক্সামের পরেরদিন তার যে উত্তরগুলো ভুল হয় সেগুলো পড়া তো দূরে থাক, অলসতার কারণে সঠিক উত্তরগুলো চেক পর্যন্ত করেন না। এজন্য এক্সাম দেওয়ার পরে  সে প্রশ্ন পড়ে যাতে একই প্রশ্নে এক্সাম দিয়ে নিজেকে যাচাই করতে পারেন সে কারণে রিক্যাপ এক্সামের আয়োজন করা হয়েছে। আপনি চাইলে সময়ের মধ্যে ৩ বার পর্যন্ত রিক্যাপ এক্সাম দিতে পারবেন। রিক্যাপ এক্সাম স্কিপ করলে তাকে জরিমানা করা হবে। নিয়মিত এক্সাম দেওয়া অবশ্যই আপনার জন্য ফলপ্রসূ হবে। 


রিক্যাপ এক্সাম দেওয়ার নিয়মঃ

১। রিক্যাপ এক্সাম প্রতি বুধবার সকাল থেকে শুরু করে শনিবার রাত ১২ টা পর্যন্ত দেওয়া যাবে।

২। এই এক্সাম মূলত প্রতি সোমবার যে এক্সাম হয় সেই একই প্রশ্নপত্রে এক্সাম নেওয়া হবে। এ কারণে সবাইকে অংশগ্রণ করতে অনুরোধ করা হলো।

৩। আপনি  তিনবার পর্যন্ত রিক্যাপ এক্সাম দিতে পারবেন। তবে চাইলে অনুমতি সাপেক্ষে তিনবারের বেশি এক্সাম দিতে পারবেন। এক্সাম যতবারই দেন না কেন তার মধ্যে প্রাপ্ত Maximum Number হিসাব করে Result পাবলিশ করা হবে।

৪। ৫০ টি প্রশ্নের জন্য ১৫ মিনিট এবং ১০০ টি প্রশ্নের জন্য ৩০ মিনিট সময় দেওয়া হবে।

৫। WnM Recap Examination -এ অংশগ্রহণ না করলে তাহলে ২৯/- টাকা জরিমানা করা হবে।

বি. দ্র. Recap Examination দেওয়ার জন্য আগে ভালো করে প্রশ্ন পড়ে নিবেন এবং পরে এক্সাম দিবেন। তবে এক্সাম দেওয়ার সময় উত্তর দেখে দেখে না দেওয়ার অনুরোধ করা হলো।

সবকিছু পড়ার পরে আপনি যদি Weekly & Model Exam Group - এ Add হতে চান, তাহলে Examiner এর সাথে কথা বলে রেজিস্ট্রেশন করে ফেলুন।

বি. দ্র. সকল নিয়ম পরিবর্তন ও পরিমার্জনের ক্ষমতা  কর্তৃপক্ষ সংরক্ষণ করে। 

সকলের জন্য শুভকামনা!!