Examination
Weekly & Model Exam (Regular & Recap)
নিয়মিত পরীক্ষায় অংশগ্রহণ করা সবার জন্য বাধ্যতামূলক। পরীক্ষা না দেওয়ার জন্য কোন প্রকার অজুহাত গ্রহণযোগ্য নয়।
নিয়মিত পরীক্ষার দিনঃ প্রতি সোমবার (একবার)
রিক্যাপ পরীক্ষার সময়ঃ প্রতি বুধবার থেকে শনিবার পর্যন্ত (তিন বার)
পরীক্ষার উত্তরপত্র সাবমিট করার শেষ সময়ঃ রাত ১২ টা ০০ মিনিট
পরীক্ষা দেওয়ার সময় সঠিকভাবে ID Number এবং PIN Number লিখবেন। যাদের ID Number এ Letter আছে তারা অবশ্যই সেটা Capital Letter-এ লিখবেন। কিন্তু District Name লেখার সময় শুধুমাত্র First Letter Capital-এ লিখবেন, পুরো District Name Capital Letter-এ লিখবেন না। যেমন, DHAKA ✖️ নয়, Dhaka ✔️ লিখবেন।
Take Exam(In case of any problem while participating in the examination, please contact the examiner.)
সঠিকভাবে Exam শেষ করার পর থেকে পরদিন সন্ধ্যা পর্যন্ত Take Exam বাটনে ক্লিক করে লগ ইন করলে আপনার নিজস্ব (সঠিক এবং ভুল উত্তরসহ) উত্তরপত্র দেখতে পারবেন।
বি. দ্র. Exam এর দিন রাত ১২ টার মধ্যে যেকোন সময় Exam দিতে পারবেন। যখনই প্রশ্নপত্র Open করবেন তখন থেকেই আপনার Countdown Timer Start হবে।

Weekly & Model Exam গ্রুপে যুক্ত হতে চাইলে নিম্নোক্ত তথ্যসহ (তথ্য ইংরেজিতে লিখতে হবে) এক্সামিনারের সাথে যোগাযোগ করুন।
Name:
Address:
Education Qualification:
Date of Birth:
Mobile No.
Current Position (Job/Student/ Only Job Preparation/Other):
Marital Status:
Are you connected to another online exam group? (Yes/No)
Examiner Facebook ID: https://www.facebook.com/suzonkumar.me