Weekly And Model Exam 2.1
Weekly & Model Examination (WnM Exam - 2.1)
আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি হতে পারে আপনার শিক্ষা। শিক্ষা কেবল পরীক্ষায় ভালো করার জন্য নয়—এটি আপনাকে চিন্তা করতে শেখায়, নিজেকে চিনতে সহায়তা করে এবং আপনাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করে তোলে। জীবনে অনেক সময় চ্যালেঞ্জ আসবে, কিছু ক্ষেত্রে ব্যর্থতাও আসবে, কিন্তু কখনো হাল ছেড়ে দেবেন না। আপনি যতদিন শেখা বন্ধ করবেন না, ততদিন আপনার উন্নতি থামবে না। প্রতিদিন একটু একটু করে এগিয়ে গেলে একসময় আপনি নিজেই নিজের পরিবর্তনে অবাক হয়ে যাবেন। মনে রাখবেন, বড় স্বপ্ন দেখার সাহস যাঁরা করেন, সফলতাও তাঁদের কাছেই ধরা দেয়। তাই নিজেকে বিশ্বাস করুন, চেষ্টা চালিয়ে যান, সাফল্য একদিন আসবেই।
Q1. ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, আধুনিকতম চর্যাকার কে?
A. ভুসুকুপা
B. শবরপা
C. লুইপা
D. কাহ্নপা
Right Answer : A
Q2. 'দুহিল দুধু কি বেন্টে ষামায়' প্রবাদটি চর্যাপদের কত নং পদে?
A. ৬ নং
B. ৩৩ নং
C. ৪৪ নং
D. ৩২ নং
Right Answer : B
Q3. মধ্যযুগের ঐতিহাসিক সংগ্রামী নারী চরিত্রের নাম কী?
A. মীরের মাই
B. বেহুলা
C. লীলাবতী
D. রত্নাবতী
Right Answer : B
Q4. শ্রীচৈতন্যদেবের জন্মনাম কী ছিল?
A. বিশ্বম্ভর মিশ্র
B. রঘুনাথ বসু
C. মাধব চক্রবর্তী
D. গোবিন্দ রায়
Right Answer : A
Q5. আলাওল কোন শতাব্দীর কবি?
A. পঞ্চদশ
B. ষোড়শ
C. সপ্তদশ
D. লখিন্দর
E. অষ্টাদশ
Right Answer : C
Q6. ‘এ' ধ্বনির বিবৃত উচ্চারণের উদাহরণ কোনটি?
A. মেয়ে
B. কেক
C. একটি
D. খেলা
Right Answer : D
Q7. সাধু ও চলিত রীতিতে অভিন্নরুপে ব্যবহৃত হয়-
A. অব্যয়
B. সম্বোধন পদ
C. সর্বনাম
D. ক্রিয়া
Right Answer : A
Q8. বাংলা কারবর্ণের সংখ্যা-
A. ৯
B. ১০
C. ১১
D. ১২
Right Answer : B
Q9. ধ্বনির অর্থপূর্ণ মিলনে গঠিত হয়—
A. শব্দ
B. পদ
C. বাক্য
D. ভাষা
Right Answer : A
Q10. গঠন বিচারে স্বরধ্বনিকে কয় ভাগে ভাগ করা যায়?
A. দুই ভাগে
B. তিন ভাগে
C. চার ভাগে
D. পাঁচ ভাগে
Right Answer : A
Q11. "Jacobean Period" of English Literature refers to-
A. 1558-1603
B. 1625-1649
C. 1603-1625
D. 1649-1660
Right Answer : C
Q12. The Romantic Age in English Literature began in-
A. 1698
B. 1898
C. 1598
D. 1798
Right Answer : D
Q13. Which one is in muscular form?
A. mare
B. nymph
C. stag
D. heiress
Right Answer : C
Q14. I had a talk with him. Here "talk" is a-
A. verb
B. noun
C. pronoun
D. adverb
Right Answer : B
Q15. The plural form of 'Apex' is-
A. Apexess
B. Apices
C. Apexos
D. Apexeon
Right Answer : B
Q16. Which of the following words is not singular?
A. every
B. datum
C. agenda
D. each
Right Answer : C
Q17. Which of the following is singular?
A. trousers
B. jeans
C. glasses
D. athletics
Right Answer : D
Q18. Who, which, what etc-
A. Demonstrative pronoun
B. Relative pronoun
C. Reflexive Pronoun
D. Indefinite pronoun
Right Answer : B
Q19. Which of the following is a demonstrative pronoun?
A. he
B. yourself
C. those
D. who
Right Answer : C
Q20. What type of noun is the word 'chemistry'?
A. Abstract
B. Material
C. Proper
D. Common
Right Answer : A
Q21. ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা নিচের কোনটি?
A. 1
B. 2
C. 3
D. 1 এবং 2
Right Answer : B
Q22. সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে কি বলে?
A. স্বাভাবিক সংখ্যা
B. মৌলিক সংখ্যা
C. পূর্ণসংখ্যা
D. বাস্তব সংখ্যা
Right Answer : D
Q23. নিচের কোন সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক?
A. 12, 16
B. 15, 22
C. 8, 28
D. 10, 15
Right Answer : B
Q24. দুটি সংখ্যার গুণফল ১৫৩৬। সংখ্যা দুটোর ল.সা.গু ৯৬ হলে গ.সা.গু কত?
A. ১৬
B. ২৪
C. ৩২
D. ১২
Right Answer : A
Q25. দুটি সংখ্যার গ.সা.গু, বিয়োগফল এবং ল.সা.গু যথাক্রমে ১২, ৬০ এবং ২৪৪৮। সংখ্যা দুটি কত?
A. ১০৮, ১৪৪
B. ১১২, ১৪৮
C. ১৪৪, ২০৮
D. ১৪৪, ২০৪
Right Answer : D
Q26. দুইটি সংখ্যার গ.সা.গু 7 এবং ল.সা.গু 84। সংখ্যা দুইটির একটি 42 হলে অপরটি কত?
A. 7
B. 14
C. 21
D. 28
Right Answer : B
Q27. কতকগুলো ঘণ্টা একসাথে বাজার ১০ সে., ১৫ সে., ২০ সে. এবং ২৫ সে. পরপর বাজতে লাগল। উহারা আবার কতক্ষণ পরে একত্রে বাজবে?
A. ১ মি. ২০ সে.
B. ১ মি. ৩০ সে.
C. ৩ মিনিট
D. ৫ মিনিট
Right Answer : D
Q28. ৫-এর কত শতাংশ ৭ হবে-
A. ৪০
B. ১২৫
C. ৯০
D. ১৪০
Right Answer : D
Q29. কোনো সংখ্যার 40% এর সাথে 42 যোগ করলে ফলাফল হবে ঐ সংখ্যাটি। উহা কত?
A. 70
B. 80
C. 90
D. 75
Right Answer : A
Q30. 30% of 10 is 10% of which?
A. 30
B. 60
C. 40
D. 600
Right Answer : A
Q31. বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন?
A. বাংলা
B. হিন্দি
C. অস্ট্রিক
D. সংস্কৃত
Right Answer : C
Q32. বাঙালির দৈহিক গড়নে সবচেয়ে বেশি মিল রয়েছে কোন জাতিগোষ্ঠীর সাথে?
A. মোগলয়েড
B. অস্ট্রালয়েড
C. ককেশয়েড
D. নিগ্রয়েড
Right Answer : B
Q33. প্রাচীন "পুণ্ড্রনগর" কোথায় অবস্থিত?
A. ময়নামতি
B. বিক্রমপুর
C. মহাস্থানগড়
D. পাহাড়পুর
Right Answer : C
Q34. বড় কামতা কোন জনপদের রাজধানী ছিল?
A. সমতট
B. চন্দ্রদ্বীপ
C. বরেন্দ্র
D. বঙ্গ
Right Answer : A
Q35. কোন সময়ে সোনারগাঁও বাংলাদেশের রাজধানী ছিল?
A. সুলতানী আমলে
B. মুঘল আমলে
C. পাল আমলে
D. মৌর্যযুগে
Right Answer : A
Q36. বিশ্বের প্রথম বাজেট প্রণয়ন করা হয়েছিল কোন দেশে?
A. ফ্রান্স
B. ইংল্যান্ড
C. স্কটল্যান্ড
D. জার্মানি
Right Answer : B
Q37. কোন প্রাচীন যুগে মানুষ প্রথম আগুন ব্যবহার শুরু করে?
A. মিডিয়াম প্যালিওলিথিক যুগ
B. প্রাচীন প্রস্তর যুগ
C. নিয়োলিথিক যুগ
D. মেসোলিথিক যুগ
Right Answer : A
Q38. সভ্যতার ইতিহাসে ফিনিশীয়দের সবচেয়ে বড় অবদান হলো-
A. মুদ্রার প্রচলন
B. বর্ণমালার উদ্ভব
C. চিত্রলেখা
D. আগ্নেয়াস্ত্র
Right Answer : B
Q39. অর্ধপরিবাহী পদার্থ কোনটি?
A. তামা
B. রূপা
C. ইন্ডিয়াম
D. রাবার
Right Answer : C
Q40. ইলেকট্রন আবিষ্কৃত হয় কোন সালে?
A. ১৮৯৬
B. ১৮৯৭
C. ১৮৯৮
D. ১৮৯৯
Right Answer : B
Q41. ‘আনারস’ এবং ‘চাবি’ শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে—
A. পর্তুগিজ ভাষা থেকে
B. আরবি ভাষা থেকে
C. দেশী ভাষা থেকে
D. ওলন্দাজ ভাষা থেকে
Right Answer : A
Q42. গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি?
A. শবপোড়া
B. মড়াদাহ
C. শবদাহ
D. শবমড়া
Right Answer : C
Q43. টাকায় তিনটি করে আম ক্রয় করে টাকায় ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
A. ৫০%
B. ৩৩%
C. ৩০%
D. ৩১%
Right Answer : A
Q44. ৬০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩ : ৭ হবে?
A. ৭০
B. ৮০
C. ৯০
D. ৯৮
Right Answer : B
Q45. ত্রিভুজের একটি কোণ এর অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি-
A. সমকোণী
B. স্থুলকোণী
C. সমবাহু
D. সূক্ষ্মকোণী
Right Answer : A
Q46. (.1×.01×.001)/(.2×.02×.002)- এর মান কত?
A. 180
B. 1800
C. 18000
D. 1/8
Right Answer : D
Q47. পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত ছিল?
A. সোমপুর বিহার
B. ধর্মপাল বিহার
C. জগদ্দল বিহার
D. শ্রী বিহার
Right Answer : A
Q48. বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করা হয় কোন সালে?
A. ১৭০০ সালে
B. ১৭৭২ সালে
C. ১৭৬৫ সালে
D. ১৭৯৩ সালে
Right Answer : D
Q49. বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে বলে-
A. সাধু রীতি
B. লেখ্য রীতি
C. আঞ্চলিক রীতি
D. প্রমিত রীতি
Right Answer : D
Q50. বাংলাদেশের জাতীয় সংসদে সর্বপ্রথম কোন বিদেশি রাষ্ট্রপ্রধান ভাষণ প্রদান করেন?
A. ভারতের রাষ্ট্রপ্রধান
B. যুগোশ্লাভিয়ার রাষ্ট্রপ্রধান
C. শ্রীলংকার রাষ্ট্রপ্রধান
D. ভুটানের রাষ্ট্রপ্রধান
Right Answer : B