Weekly And Model Exam 2.0
Weekly & Model Exam (WnM Exam - 2.0):
পরীক্ষা মানেই ভয় নয়, এটি আপনার সংগ্রাম, অধ্যবসায় এবং স্বপ্নপূরণের একটি সুযোগ। জীবনের প্রতিটি বড় সাফল্যের পেছনে লুকিয়ে থাকে কিছু কঠিন মুহূর্ত, আর পরীক্ষা তারই একটি ধাপমাত্র। হয়তো আপনি এখন ক্লান্ত, হতাশ কিংবা অস্থির—তবু মনে রাখবেন, আপনি যা শিখেছেন, তা কখনোই বৃথা যাবে না। প্রতিদিনের ছোট ছোট চেষ্টা গড়ে তোলে বড় সফলতা। এখনই সময় নিজেকে বিশ্বাস করার, মনোযোগ ধরে রাখার এবং নিজের লক্ষ্যে অটল থাকার। ঘড়ির কাঁটা থেমে যায় না, তেমনি থামা চলবে না আপনার চেষ্টাও। নিজের সর্বোচ্চটা দিন, বাকিটা সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দিন। আপনি পারবেন। আপনি প্রস্তুত। জয় আপনার হবেই।
Q1. বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি?
A. বাঙ্গালা সাহিত্যের ইতিহাস
B. বঙ্গভাষা ও সাহিত্য
C. বাংলা সাহিত্যের কথা
D. বাংলা সাহিত্যের রূপরেখা
Right Answer : B
Q2. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবদ্দশায় প্রকাশিত সর্বশেষ উপন্যাসটি কোনটি?
A. বিপ্রদাস
B. দেহান্তের দিনে
C. স্বরলিপি
D. গ্রাম
Right Answer : A
Q3. ‘ময়নামতির চর’ কাব্যটির রচয়িতা কে?
A. যতীন্দ্রমোহন বাগচী
B. হুমায়ুন কবীর
C. রওশন ইজদানী
D. বন্দে আলী মিয়া
Right Answer : D
Q4. মঙ্গলকাব্যের কোনটি লৌকিক শ্রেণির অন্তর্ভুক্ত নয়?
A. শিবমঙ্গল
B. ভবানীমঙ্গল
C. চণ্ডীমঙ্গল
D. সারদামঙ্গল
Right Answer : B
Q5. 'বাহানা' চলচ্চিত্রটির পরিচালক কে?
A. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
B. জাহানারা ইমাম
C. জহির রায়হান
D. এস. ওয়াজেদ আলি
Right Answer : C
Q6. 'পদাবলি' নামে কবিদের সংগঠন প্রতিষ্ঠা করেন কে?
A. আবুল মনসুর আহমদ
B. আবুল ফজল
C. আলাউদ্দিন আল আজাদ
D. আবু জাফর ওবায়দুল্লাহ
Right Answer : D
Q7. গল্পগ্রন্থ 'রকমারি' কে লিখেছেন?
A. ড. মুহম্মদ শহীদুল্লাহ
B. সৈয়দ আলী আহসান
C. সৈয়দ শামসুল হক
D. আলাউদ্দিন আল আজাদ
Right Answer : A
Q8. 'নিগ্রো সাহিত্য' প্রবন্ধটি কে লিখেছেন?
A. সেলিম আল দীন
B. মুহম্মদ এনামুল হক
C. আবুল হাসান
D. আবুল ফজল
Right Answer : A
Q9. হরপ্রসাদ শাস্ত্রী বাংলা সাহিত্যে কেন বিখ্যাত?
A. চৈতন্য দেবের জীবনী সাহিত্য রচনার জন্য
B. শ্রীকৃষ্ণকীর্তন আবিষ্কারের জন্য
C. প্রাচীনতম বাংলা সাহিত্য আবিষ্কারের জন্য
D. চর্যাপদের ভাষা বাংলা তা প্রমাণের জন্য
Right Answer : C
Q10. নিচের কোনটি প্রমথ চৌধুরী রচিত প্রবন্ধগ্রন্থ?
A. তারাবাঈ
B. সমস্যা ও সমাধান
C. বঙ্গনারী
D. সাহিত্য খেলা
Right Answer : D
Q11. কোনটি তদ্ভব শব্দ?
A. চাঁদ
B. সূর্য
C. নক্ষত্র
D. গগন
Right Answer : A
Q12. 'বর্ণচোরা' বাগধারাটির অর্থ হলো:
A. পাকা আম
B. কপটচারী
C. কপটহীন ব্যক্তি
D. ভণ্ডসাধু
Right Answer : B
Q13. 'কোথায় থাকা হয়' এটি কোন বাচ্যের উদাহরণ?
A. কর্তৃবাচ্য
B. কর্মবাচ্য
C. ভাব ভাচ্য
D. ক্রিয়া বাচ্য
Right Answer : C
Q14. শব্দগঠন আলোচনা করা হয়-
A. ধ্বনিতত্ত্বে
B. রূপতত্ত্বে
C. অর্থতত্ত্বে
D. বাক্যতত্ত্বে
Right Answer : B
Q15. 'আসমান' কোন ভাষা থেকে আগত শব্দ?
A. পর্তুগিজ
B. ফরাসি
C. আরবি
D. ফারসি
Right Answer : D
Q16. বাংলা ভাষার উপভাষাকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
A. ৩
B. ৪
C. ৫
D. ৬
Right Answer : C
Q17. 'ছাত্ররা ক্লাসে আছে' - এখানে 'ক্লাসে' কোন কারক?
A. অধিকরণ
B. কর্মকারক
C. সম্প্রদান কারক
D. সম্বন্ধকারক
Right Answer : A
Q18. 'মোরগের ডাক' কে এক কথায় কী বলে?
A. মোরব্বা
B. কেকা
C. কুহু
D. শকুনিবাদ
Right Answer : D
Q19. 'মার্তণ্ড'- শব্দটির সমার্থক কোনটি?
A. নিষ্ঠুর
B. সূর্য
C. কঠোর
D. সাধু
Right Answer : B
Q20. 'সংসারসাগর' শব্দটি কোন ধরনের সমাস?
A. তৎপুরুষ
B. রূপক কর্মধারয়
C. দ্বন্দ্ব
D. বহুব্রীহি
Right Answer : B
Q21. Who is the author of 'Animal Farm'?
A. Thomas More
B. George Orwell
C. Boris Pasternak
D. Charles Dickens
Right Answer : B
Q22. Who is the poet of the Victorian Age?
A. Helen Keller
B. Mathew Arnold
C. Shakespare
D. Robert Browning
Right Answer : D
Q23. Who is the author of 'For Whom the Bell Tolls'?
A. Charles Dickens
B. Homer
C. Lord Tennison
D. Ernest Hemingway
Right Answer : D
Q24. Who is the most famous satirist in English literature?
A. Alexander Pope
B. Jonathan Swift
C. William Wordsworth
D. Bulter
Right Answer : B
Q25. T. S Eliot was born in-
A. Ireland
B. England
C. Wales
D. USA
Right Answer : D
Q26. What was the real name of the great American short story writer, 'O Henry'?
A. Samuel L. Clemen
B. William Sydney Porter
C. Fitz-James O'Brien
D. William Huntington Wright
Right Answer : B
Q27. What kind of play is 'Julius Caesar'?
A. romantic
B. anti-romantic
C. comedy
D. historical
Right Answer : D
Q28. Mirabell is a vital character in-
A. The Way of the World
B. Great Expectation
C. A Tale of Two Cities
D. A Passage to India
Right Answer : A
Q29. 'Duke Senior' is a character of-
A. As You Like It
B. Macbeth
C. The Tempest
D. King Lear
Right Answer : A
Q30. Which one is the youngest daughter of King Lear?
A. Ophelia
B. Emilia
C. Miranda
D. Cordelia
Right Answer : D
Q31. What is the antonym of 'gentle'?
A. harsh
B. modest
C. clever
D. rude
Right Answer : D
Q32. Identify the imperative sentence:
A. I shall go to college
B. Martin is singing a song
C. Stand up
D. It has been raining since morning
Right Answer : C
Q33. Which one is not the function of an adverb?
A. Modifying a preposition
B. Modifying an adverb
C. Modifying an adjective
D. Modifying a verb
Right Answer : A
Q34. Particularly is-
A. noun
B. adjective
C. adverb
D. interjection
Right Answer : C
Q35. The correct spelling is-
A. Hygienic
B. Resturant
C. Referrence
D. medel
Right Answer : A
Q36. The patient (die) before the doctor came.
A. died
B. had died
C. have died
D. would die
Right Answer : B
Q37. Choose the correct preposition. The tree has been blown --- by the storm.
A. away
B. up
C. off
D. out
Right Answer : A
Q38. The word "worry " is a-
A. Noun
B. Verb
C. Adverb
D. Adjective
Right Answer : B
Q39. He said, "Good morning, Mr Kamal".(Change the speech)
A. He wished Mr. Kamal good morning
B. He has wished Mr. Kamal good morning
C. He said Mr. Kamal good morning
D. He told Mr. Kamal good morning
Right Answer : A
Q40. Choose the correct sentence-
A. Rich is not always happy
B. The rich is not always happy
C. The rich is not happy always
D. The rich are not always happy
Right Answer : D
Q41. যদি x : y=y : z=1.5 এবং z=2 হয়, তবে x এর মান কত?
A. 4
B. 5
C. 4.5
D. 5.4
Right Answer : C
Q42. (x - y, 4) = (4, x + 3y) হলে (x, y)-এর মান কত?
A. (6, 2)
B. (3, 1)
C. (5, 1)
D. (4, 0)
Right Answer : D
Q43. ১ + ৫ + ৯ + ১৩ + ... ধারাটির ১৫ তম পদ কত হবে?
A. ৬১
B. ৫৩
C. ৫৭
D. ৬৫
Right Answer : C
Q44. a+b=5 এবং a-b=3 হলে ab এর মান কত?
A. 2
B. 3
C. 4
D. 5
Right Answer : C
Q45. 10 টি জিনিসের মধ্যে 2 টি এক জাতীয় এবং বাকিগুলো ভিন্ন ভিন্ন জিনিস। ঐ জিনিসগুলো থেকে প্রতিবারে 5 টি নিয়ে কত প্রকারে বাছাই করা যায়?
A. 170
B. 182
C. 190
D. 192
Right Answer : B
Q46. ৫ ও ৯৫ এর মধ্যে ৫ ও ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি?
A. ৬ টি
B. ৯ টি
C. ৭ টি
D. ১৫ টি
Right Answer : A
Q47. 4% হার সুদে কত টাকার 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্বি সুদের পার্থক্য 1 টাকা হবে?
A. 600
B. 650
C. 625
D. 620
Right Answer : C
Q48. ৬০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭ঃ৩। ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩ঃ৭ হবে?
A. ৭০
B. ৮০
C. ৯০
D. ৯৮
Right Answer : B
Q49. 100 টাকায় 10 টি ডিম কিনে 100 টাকায় 8 টি ডিম বিক্রয় করলে শতকরা লাভ কত হবে?
A. 16%
B. 20%
C. 25%
D. 28%
Right Answer : C
Q50. দুইটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুইটি সর্বসম নাও হতে পারে?
A. দুইটি বাহু ও এককোণ
B. তিনটি বাহু
C. এক বাহু ও দুইটি কোণ
D. তিনটি কোণ
Right Answer : D
Q51. 17 সে.মি., 15 সে.মি., 8 সে.মি. বাহু বিশিষ্ট ত্রিভুজটি হবে -
A. সমবাহু
B. সমদ্বিবাহু
C. সমকোণী
D. স্থুলকোণী
Right Answer : C
Q52. একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে ১৩২ সেন্টিমিটার ও ১৩৮৬ বর্গসেন্টিমিটার। বৃত্তটির বৃহত্তম জ্যা-এর দৈর্ঘ্য কত?
A. ৬৬ সেন্টিমিটার
B. ৪২ সেন্টিমিটার
C. ২১ সেন্টিমিটার
D. ২২ সেন্টিমিটার
Right Answer : B
Q53. ৭ সে. মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
A. ৯৮ ব. সে. মি.
B. ৪৯ ব. সে. মি.
C. ১৯৬ ব. সে. মি.
D. ১৪৬ ব. সে. মি.
Right Answer : A
Q54. একটি ত্রিভুজ ও একটি বৃত্ত ন্যূনতম কয়টি বিন্দুতে ছেদ করতে পারে?
A. ১
B. ২
C. ৩
D. ৪
Right Answer : B
Q55. সকাল ২.১৫ মিনিটে ঘণ্টার কাঁটার ও মিনিটের কাঁটা মধ্যবর্তী উৎপন্ন কোণের মান কত?
A. ১৫°
B. ২০°
C. ১৮°
D. ২২.৫°
Right Answer : D
Q56. ৫০ মিনিট আগে সময় ছিল ৪:৪৫। এখন ৬টা বাজতে আর কতক্ষণ বাকি?
A. ১৮ মিনিট
B. ২২ মিনিট
C. ২৫ মিনিট
D. ৩২ মিনিট
Right Answer : C
Q57. একটি ছক্কাকে একবার নিক্ষেপ করা হলে, ২ থেকে বড় সংখ্যা পাবার সম্ভাবনা কত?
A. ১/২
B. ১/৩
C. ৫/৬
D. ২/৩
Right Answer : D
Q58. যদি ৫+৩=২৮ ৯+১=৮১০ ২+১=১৩ হয় তবে ৫+৪=?
A. ১৮
B. ১৯
C. ২০
D. ২১
Right Answer : B
Q59. ১২ ফুট দৈর্ঘ্য এবং ৮ ফুট প্রস্থবিশিষ্ট একটি কাপের্ট দ্বারা একটি মেঝের ৬০% মোড়ানো যায়। মেঝেটির আয়তন কত বর্গফুট?
A. ৯৬
B. ১৬০
C. ৬৪
D. ১৮০
Right Answer : B
Q60. ২৫০ মি.লি. আয়তনের পানির ওজন কত কেজি?
A. ২৫০
B. ০.২৫
C. ২.৫০
D. ২৫.০০
Right Answer : B
Q61. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয়-
A. ১৭ এপ্রিল ১৯৯১
B. ১৬ ডিসেম্বর ১৯৭২
C. ৭ মার্চ ১৯৭১
D. ২৬ মার্চ ১৯৭৩
Right Answer : B
Q62. কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন 'জান্নাতাবাদ'?
A. বাবর
B. হুমায়ুন
C. আকবর
D. জাহাঙ্গীর
Right Answer : B
Q63. বার্ডের প্রতিষ্ঠাতা কে?
A. জয়নুল আবেদিন
B. রহমত আহমেদ
C. আখতার হামিদ খান
D. মোঃ এনামুল হক
Right Answer : C
Q64. কোন জেলা রৌমারী ও বড়াই বাড়ি সীমান্তে অবস্থিত?
A. নীলফামারী
B. কুড়িগ্রাম
C. দিনাজপুর
D. বগুড়া
Right Answer : B
Q65. শালবন বিহার কোন নদীর তীরে অবস্থিত?
A. গোমতী
B. মহানন্দা
C. ফেনী
D. করতোয়া
Right Answer : A
Q66. Badminton is the national sport of-
A. Indonesia
B. Scotland
C. China
D. Nepal
Right Answer : A
Q67. “গুয়ানতানামো” বন্দিশালা কোথায় অবস্থিত?
A. কিউবা
B. মালয়েশিয়া
C. যুক্তরাষ্ট্র
D. যুক্তরাজ্য
Right Answer : A
Q68. মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম প্রেসিডেন্ট কে?
A. জর্জ বুশ
B. আবরাহাম লিংকন
C. জর্জ ওয়াশিংটন
D. থিউডর রুজভেল্ট
Right Answer : C
Q69. রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা?
A. রাশিয়া
B. ইংল্যান্ড
C. যুক্তরাষ্ট্র
D. গ্রিস
Right Answer : B
Q70. কোনটি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমারেখা?
A. ডুরাল্ড লাইন
B. ম্যাকমোহন লাইন
C. হট লাইন
D. ৩৮ তম অক্ষরেখা
Right Answer : A
Q71. ডিমের সাদা অংশে কোন শ্রেণীর প্রোটিন থাকে?
A. নিম্ন শ্রেণীর
B. অ্যালবুমিন
C. কেসিয়িন
D. বায়োটিন
Right Answer : B
Q72. কোন পতঙ্গ তার নিজের ওজনের ৫০ গুন বেশি ওজন বহন করতে পারে?
A. প্রজাপতি
B. পিঁপড়া
C. মশা
D. মাকড়শা
Right Answer : B
Q73. প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারণ-
A. রান্নার জন্য তাপ নয় চাপও কাজে লাগে
B. বদ্ধ পাত্রে তাপ সংরক্ষিত হয়
C. উচ্চচাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়
D. সঞ্চিত বাষ্পের তাপ রান্নায় সহায়ক
Right Answer : C
Q74. সংকর ধাতু পিতলের উপাদান হলো-
A. তামা ও টিন
B. তামা ও দস্তা
C. তামা ও নিকেল
D. তামা ও সীসা
Right Answer : B
Q75. পায়োনিয়ার-১০ মহাকাশযান প্রথম কোন গ্রহের ছবি পৃথিবীতে পাঠায়?
A. মঙ্গল
B. বৃহস্পতি
C. শনি
D. ইউরেনাস
Right Answer : B
Q76. নিচের কোনটি ফাইল সংরক্ষণের জন্য ব্যবহৃত ডিসকেট হিসাবে পরিচিত?
A. হার্ড ডিস্ক
B. ফ্লপি ডিস্ক
C. সিডি-ROM
D. পেন ড্রাইভ
Right Answer : B
Q77. নিচের কোন ফিল্ডটি ইউনিক ও প্রাইমারি কী হিসেবে ব্যবহার করা যেতে পারে?
A. Name
B. DateOfBirth
C. ID
D. Address
Right Answer : C
Q78. ইয়াহু কত সালে প্রতিষ্ঠিত হয়?
A. ১৯৯০
B. ১৯৯২
C. ১৯৯৪
D. ১৯৯৬
Right Answer : C
Q79. Del বোতামটি প্রেস করলে কী হয়?
A. কার্সরের পরের শব্দ মুছে যায়
B. কার্সরের বামের অক্ষর মুছে যায়
C. কার্সরের পরের লাইন মুছে যায়
D. কার্সরের পূর্বের অক্ষর মুছে যায়
Right Answer : B
Q80. এক মেশিন থেকে অন্য মেশিনে ই-মেইল মেসেজ স্থানান্তর করতে কোন TCP/IP প্রটোকল ব্যবহার হয়?
A. FTP
B. RPC
C. SNMP
D. SMTP
Right Answer : D
Q81. Which word is correct?
A. Furnitures
B. Informations
C. Sceneries
D. Proceeds
Right Answer : D
Q82. What is the meaning of “musk”?
A. a form of drama
B. face cover
C. a substance used in making perfume
D. a disguise
Right Answer : C
Q83. কোনটি শুদ্ধ নয়?
A. যন্ত্রনা
B. শূদ্র
C. সহযােগিতা
D. স্বতঃস্ফূর্ত
Right Answer : A
Q84. ‘অনুকম্পা’ শব্দের ইংরেজি কোনটি?
A. Clemency
B. Enthral
C. Erudition
D. Fathom
Right Answer : A
Q85. শুদ্ধ বাক্য নয় কোনটি?
A. বিদ্বান হলেও তার কোনাে অহংকার নেই।
B. ইশ! যদি পাখির মত পাখা পেতাম।
C. অকারণে ঋণ করিও না।
D. হয়তাে সােহমা আসতে পারে।
Right Answer : C
Q86. WIPO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
A. জেনেভা
B. রোম
C. নিউইয়র্ক
D. ওয়াশিংটন ডিসি
Right Answer : A
Q87. ‘তাতে সমাজজীবন চলে না।’ – এ বাক্যটির অস্তিবাচক রূপ কোনটি?
A. তাতে সমাজজীবন চলে।
B. তাতে না সমাজজীবন চলে।
C. তাতে সমাজজীবন অচল হয়ে পড়ে।
D. তাতে সমাজজীবন সচল হয়ে পড়ে।
Right Answer : C
Q88. “তােমারেই যেন ভালােবাসিয়াছি শত রূপে শত বার/জনমে জনমে যুগে যুগে অনিবার।” – রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ?
A. ‘অনন্ত প্রেম’
B. ‘উপহার’
C. ‘ব্যক্ত প্রেম’
D. ‘শেষ উপহার’
Right Answer : A
Q89. ক্ষুদ্র জাতিগােষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটি?
A. ‘তেইশ নম্বর তৈলচিত্র’
B. ‘ক্ষুধা ও আশা’
C. ‘কর্ণফুলি’
D. ‘ধানকন্যা’
Right Answer : C
Q90. রবীন্দ্রনাথ কোন কারক বাদ দিতে চেয়েছিলেন?
A. করণ কারক
B. সম্প্রদান কারক
C. অপাদান কারক
D. অধিকরণ কারক
Right Answer : B
Q91. নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?
A. আ
B. ই
C. এ
D. অ্যা
Right Answer : A
Q92. ‘চিকিৎসাশাস্ত্র’ কোন সমাস?
A. কর্মধারয়
B. বহুব্রীহি
C. অব্যয়ীভাব
D. তৎপুরুষ
Right Answer : A
Q93. “ঐ ক্ষেপেছে পাগলি মায়ের দামাল ছেলে”-কে এই দামাল ছেলে?
A. কাজী নজরুল ইসলাম
B. কামাল পাশা
C. চিত্তরঞ্জন দাস
D. সুভাষ বসু
Right Answer : B
Q94. Identify the correct sentence:
A. The girl burst out tears.
B. The girl burst into tears.
C. The girl burst with tears.
D. The girl bursted out tears.
Right Answer : B
Q95. নিম্নের কোন রােগটি DNA ভাইরাসঘটিত?
A. ডেঙ্গুজ্বর
B. স্মলপক্স
C. কোভিড-১৯
D. পােলিও
Right Answer : B
Q96. Keyboard এবং CPU-এর মধ্যে কোন পদ্ধতিতে data transmission হয়?
A. Simplex
B. Duplex
C. Half duplex
D. Triplex
Right Answer : A
Q97. রবীন্দ্র বিরোধিতা কোন যুগের প্রধান বৈশিষ্ট্য ছিল?
A. মধ্যযুগ
B. কল্লোল যুগ
C. অন্ধকার যুগ
D. আধুনিক যুগ
Right Answer : B
Q98. কোনটির মাধ্যমে কৃত্তিবাস ওঝা মধ্যযুগের অনুবাদ সাহিত্যের সূচনা করেন?
A. শিবায়ণ কাব্য
B. চন্দ্রাবতী
C. শ্রী শ্রী চণ্ডীমঙ্গল
D. শ্রীরাম পাঞ্চালী
Right Answer : D
Q99. The antonym of the word 'Zenith' is-
A. top
B. doubt
C. lowest point
D. final
Right Answer : C
Q100. |3x - 2| < 11 হলে-
A. - 3 < x < 11/3
B. - 3 < x < 13/3
C. - 3 < x < - 11/3
D. 3 < x < 11/3
Right Answer : B