Weekly And Model Exam 2.2
Weekly & Model Exam (WnM Exam 2.2)
জীবনে সাফল্য সহজে আসে না—কিন্তু কঠোর পরিশ্রম, ধৈর্য ও আত্মবিশ্বাস থাকলে কিছুই অসম্ভব নয়। জব এক্সাম মানে শুধু একটা পরীক্ষা নয়, এটা হলো নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার এক অপার সুযোগ। মনে রাখবেন, প্রতিটি পড়ার মুহূর্ত আপনাকে লক্ষ্যের এক ধাপ কাছাকাছি নিয়ে যাচ্ছে। হাজারো প্রতিযোগীর মাঝেও আপনি আলাদা হয়ে উঠতে পারেন শুধুমাত্র আপনার দৃঢ় সংকল্প আর নিয়মিত চর্চার মাধ্যমে। ব্যর্থতা এলে ভয় পাবেন না—বরং তা হোক আপনার শেখার একটি ধাপ। আজকের কষ্টই আগামী দিনের হাসি। সুতরাং মন শক্ত রাখুন, নিজেকে বিশ্বাস করুন, এবং চেষ্টা চালিয়ে যান। সাফল্য অবশ্যই আসবে।
Q1. বাংলা গদ্য সাহিত্যের উৎপত্তিকাল-
A. ষোড়শ শতাব্দী
B. সপ্তদশ শতাব্দী
C. অষ্টাদশ শতাব্দী
D. উনবিংশ শতাব্দী
Right Answer : D
Q2. সেলিম আল দীনের নাটকে অনুসৃত শিল্পতত্ত্ব-
A. অস্তিত্ববাদ
B. অভিব্যক্তিবাদ
C. পরাবাস্তববাদ
D. দ্বৈতাদ্বৈতবাদ
Right Answer : D
Q3. কোন কবি ছাত্রাবস্থায় 'বর্ষ-আবাহন' কবিতা রচনা করেন?
A. জীবনানন্দ দাশ
B. সৈয়দ ওয়ালীউল্লাহ
C. প্যারীচাঁদ মিত্র
D. নুরুল মোমেন
Right Answer : A
Q4. বেগম রোকেয়ার প্রথম গল্প কোনটি?
A. পিপাসা
B. অবরোধবাসিনী
C. মতিচূর
D. সুলতানার স্বপ্ন
Right Answer : A
Q5. 'তিমিরান্তক' সিকান্দার আবু জাফর রচিত একটি-
A. নাটক
B. উপন্যাস
C. কবিতা
D. গল্প
Right Answer : C
Q6. নিচের কোন শব্দে স্বভাবতই ‘ষ’ হয়েছে?
A. পৌষ
B. বিষম
C. কৃষক
D. কষ্ট
Right Answer : A
Q7. কোন শব্দটিতে স্বভাবতই মূর্ধন্য-ণ হয়?
A. অর্পণ
B. ঘণ্টা
C. রামায়ণ
D. বণিক
Right Answer : D
Q8. শুদ্ধ বানানটি নির্দেশ করুন-
A. মুহুর্মুহু
B. মূহুর্মুহু
C. মুর্হুমূর্হু
D. মুর্হুর্মূহু
Right Answer : A
Q9. গঠন অনুসারে বাক্য কত প্রকার?
A. ২ প্রকার
B. ৩ প্রকার
C. ৪ প্রকার
D. ৫ প্রকার
Right Answer : B
Q10. 'যদি সত্য বল, তাহলে মুক্তি পাবে'- এটি কোন ধরনের বাক্য?
A. সংযুক্ত বাক্য
B. যৌগিক বাক্য
C. সরল বাক্য
D. মিশ্র বাক্য
Right Answer : D
Q11. Which of the following writers belongs to the romantic period in English literature?
A. A. Tennyson
B. Alexander Pope
C. John Dryden
D. S. T. Coleridge
Right Answer : D
Q12. Who is the writer of “Treasure Island”?
A. J. Milton
B. Homer
C. Stevenson
D. Byron
Right Answer : C
Q13. He found parking is difficult. Here parking is used as-
A. Past Continuous
B. Progressive Tense
C. Participle
D. Gerund
Right Answer : D
Q14. Which of the following is not a modal auxiliary?
A. should
B. can
C. might
D. are
Right Answer : D
Q15. He was wise enough to accept the offer. Here 'enough' is-
A. Adjective
B. preposition
C. Adverb
D. Conjunction
Right Answer : C
Q16. Identify the adjective of the word ‘Community’.
A. Common
B. Committee
C. Communal
D. Communications
Right Answer : C
Q17. Choose the correct article for: "___ European Union"
A. A
B. The
C. An
D. No article
Right Answer : B
Q18. Identify the determiner in the sentence "Bring me the book".
A. bring
B. me
C. book
D. the
E. None of these
Right Answer : D
Q19. Which is a possessive adjective?
A. They
B. Them
C. Their
D. Theirs
Right Answer : C
Q20. He stood first. Here 'first' is-
A. adverb of time
B. adverb of place
C. adverb of cause
D. adverb of order
Right Answer : D
Q21. ৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকায় ৫ বছরের সুদ একত্রে ৫০০ টাকা হলে সুদের হার কত?
A. ৬%
B. ৫%
C. ১০%
D. ১২%
Right Answer : C
Q22. শতকরা বার্ষিক ৫ টাকা হার সুদে কত টাকায় ১০ বছরে ৪৫০০ টাকা হবে?
A. ২৫০০
B. ৩২০০
C. ৩০০০
D. ৩৫০০
Right Answer : C
Q23. x টাকার x% হার সরল মুনাফায় 4 বছরের মুনাফা x টাকা হলে, x এর মান কত?
A. 20
B. 25
C. 30
D. 35
Right Answer : B
Q24. ৬০ মিটারবিশিষ্ট একটি বাঁশকে ৩ঃ ৭ঃ ১০ অনুপাতে ভাগ করলে টুকরাগুলোর সাইজ কত?
A. ৮ মিটার; ২২ মিটার; ৩০ মিটার
B. ১০ মিটার; ২০ মিটার; ৩০ মিটার
C. ৯ মিটার; ২১ মিটার; ৩০ মিটার
D. ১২ মিটার; ২০ মিটার; ২৮ মিটার
Right Answer : C
Q25. একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ঃ১। এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ঃ১ হবে?
A. ৮ গ্রাম
B. ৬ গ্রাম
C. ৩ গ্রাম
D. ৪ গ্রাম
Right Answer : D
Q26. When an article is sold for tk. 250, the seller makes 25% profit. What is the cost of the article?
A. 150
B. 180
C. 200
D. None of these
Right Answer : C
Q27. একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো। ক্ষতির শতকরা হার কত?
A. ৪%
B. ৬%
C. ৫%
D. ৭%
Right Answer : C
Q28. কোনো ছাত্রাবাসে ৪০ জন ছাত্রের ৩০ দিনের খাবার আছে। ৫ দিন পর আরও ১০ জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে?
A. ১৫ দিন
B. ২০ দিন
C. ২৫ দিন
D. ২৮ দিন
Right Answer : B
Q29. ১৫টি খাসির মূল্য ৫টি গরুর মূল্যের সমান। ২টি গরুর মূল্য ৩০০০ টাকা হলে, ৩টি খাসির মূল্য কত?
A. ১৪০০ টাকা
B. ১৫০০ টাকা
C. ১৬০০ টাকা
D. ১৮০০ টাকা
Right Answer : B
Q30. তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের ৫ গুণ; সংখ্যা তিনটির গড় কত?
A. ৬
B. ৩
C. ৫
D. ৪
Right Answer : D
Q31. কোন সালে পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি হয়েছিল?
A. ১৯৫৪
B. ১৯৫৬
C. ১৯৫৮
D. ১৯৬২
Right Answer : C
Q32. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?
A. নুরুল আমিন
B. লিয়াকত আলী খান
C. মোহাম্মদ আলী
D. খাজা নাজিমুদ্দীন
Right Answer : D
Q33. মুক্তিযুদ্ধে সর্বপ্রথম কাকে বীরশ্রেষ্ঠ ঘোষণা করলেও পরবর্তীতে গেজেটে তার নাম ঘোষণা করা হয়নি?
A. জগৎজ্যোতি দাস
B. মুহসীন আলী
C. দেব দুলাল
D. রতন হালদার
Right Answer : A
Q34. ১৯৭১ সালে পাকিস্তানের আত্মসমর্পণ দলিলটির শিরোনাম কী?
A. Instrument of Surrender
B. Armistice
C. Truce
D. Ceasefire
Right Answer : A
Q35. এই দেশগুলোর মধ্যে কোনটি একই মহাদেশভুক্ত নয়?
A. থাইল্যান্ড
B. বার্মা
C. উগান্ডা
D. ভিয়েতনাম
Right Answer : C
Q36. আয়তনের বিশ্বের বৃহত্তম দেশ কোনটি?
A. ভারত
B. চীন
C. যুক্তরাষ্ট্র
D. রাশিয়া
Right Answer : D
Q37. মাল্টার রাজধানী কোথায়?
A. চিসিনিউ
B. রিগা
C. ভেলেটা
D. গ্যাবোরন
Right Answer : C
Q38. 'গিন্ডার' কোন দেশের মুদ্রার নাম?
A. নরওয়ে
B. নেদারল্যান্ডস
C. রুমানিয়া
D. গ্রিসে
Right Answer : B
Q39. কোনটি ঊর্ধ্বপাতিত হয়?
A. আয়োডিন
B. খাদ্য লবণ
C. তুঁতে
D. সোডা অ্যাস
Right Answer : A
Q40. টাংস্টেন মৌলের ল্যাটিন নাম কোনটি?
A. Stannum
B. Stibium
C. Wolfram
D. Natrium
Right Answer : C
Q41. বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলে-
A. শব্দ
B. কারক
C. পদ
D. ক্রিয়াপদ
Right Answer : C
Q42. একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ। দৈর্ঘ্য ৪৮ মিটার হলে, ক্ষেত্রটির পরিসীমা কত?
A. ১২৮ মিটার
B. ১৪৪ মিটার
C. ৬৪ মিটার
D. ৯৬ মিটার
Right Answer : A
Q43. a – {a – (a + 1)} = কত?
A. a – 1
B. 1
C. a
D. a + 1
Right Answer : D
Q44. ১০টি সংখ্যার যোগফল ৪৬২। এদের প্রথম ৪টির সংখ্যার গড় ৫২ এবং শেষের ৫টির সংখ্যার গড় ৩৮। পঞ্চম সংখ্যাটি কত?
A. ৬০
B. ৬৪
C. ৬২
D. ৫০
Right Answer : B
Q45. হরিপুরে তেল আবিষ্কৃত হয়-
A. ১৯৪৭ সালে
B. ১৯৮৬ সালে
C. ১৯৮৫ সালে
D. ১৯৮৪ সালে
Right Answer : B
Q46. নামিবিয়ার রাজধানী-
A. কারাভু
B. উইন্ডহুক
C. প্রিটোরিয়া
D. কোয়াভি
Right Answer : B
Q47. বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ-
A. একই হয়
B. বেশি হয়
C. কম হয়
D. খুব কম হয়
Right Answer : A
Q48. "বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান" -এর সম্পাদক কে?
A. মুহম্মদ আব্দুল হাই
B. মুহম্মদ শহীদুল্লাহ
C. মুহম্মদ এনামুল হক
D. আহমদ শরীফ
Right Answer : D
Q49. বাংলা গদ্যের আদি নিদর্শন কোনটি?
A. চর্যাপদ
B. কোচবিহার রাজ্যের লেখা চিঠি
C. শেখ শুভোদয়া
D. নরোত্তম দাসের দেহকড়চা
Right Answer : B
Q50. নীলগিরি পর্যটন স্পট টি কোন জেলায়?
A. রাঙামাটি
B. খাগড়াছড়ি
C. বান্দরবান
D. কক্সবাজার
Right Answer : C