Weekly And Model Exam 1.9
Weekly & Model Exam (WnM Exam - 1.9):
Preparing for job exams can feel overwhelming, but remember—every bit of effort you invest today brings you closer to the life you dream of. This is not just about passing an exam; it’s about unlocking a future filled with security, respect, and growth. There will be days when motivation fades, but discipline must carry you through. Trust the process, stay consistent, and remind yourself that thousands may compete, but your dedication and determination set you apart. You’ve come this far—now give it your all. Your success story is being written right now.
Q1. "যে সকল অত্যাচারই সয়ে যায়" এক কথায় কি হবে?
A. সর্বংসহা
B. সর্বসহ্যকারী
C. সহ্যকারী
D. অত্যাচারী
Right Answer : A
Q2. 'অগ্রে বর্তমান থাকে যে' এক কথায় বলে-
A. অনুজ
B. অগ্রবর্তী
C. অন্যতম
D. অগ্রজ
Right Answer : B
Q3. ‘তুলার তৈরি’- এককথায় প্রকাশ কী?
A. তুলোট
B. তুলানি
C. তুলাবস্ত্র
D. তুলালগ্ন
Right Answer : A
Q4. 'তুর্কি নাচন' বাগধারটির অর্থ কী?
A. অরাজক দেশ
B. সামনের দিকে
C. নাজেহাল অবস্থা
D. দুঃসময়
Right Answer : C
Q5. 'কেষ্ট বিষ্টু' এর অর্থ কী?
A. প্রণাম
B. উভয় সংকট
C. লণ্ড-ভণ্ড
D. গণ্যমান্য
Right Answer : D
Q6. 'সাতকাহন' বাগধারার অর্থ কি?
A. বিশৃঙ্খল
B. চেষ্টা
C. সাতটি পা বিশিষ্ট
D. প্রচুর পরিমাণ
Right Answer : D
Q7. কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক?
A. যত গর্জে তত বৃষ্টি হয় না
B. অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
C. নাচতে না জানলে উঠোন ভাঙ্গা
D. যেখানে বাঘের ভয় সেখানে বিপদ হয়
Right Answer : B
Q8. ‘যারে সইতে নারি তাঁর চলন বাঁকা’ বাক্যটিতে ‘নারি’ কোন অর্থ প্রকাশ করেছে?
A. স্ত্রীলোক
B. স্ত্রীজাতি
C. সক্ষম
D. না পারি
Right Answer : D
Q9. 'Margin' শব্দের বাংলা পারিভাষিক প্রতিশব্দ কোনটি?
A. উপান্ত
B. সীমান্ত
C. প্রান্তরেখা
D. ধার
Right Answer : C
Q10. 'Glottal' শব্দের বাংলা প্রতিশব্দ কোনটি?
A. কণ্ঠনালীয়
B. নাসিকীয়
C. উচ্চারণমূলক
D. থোড়িকণ্ঠীয়
Right Answer : A
Q11. I have never seen such a slow coach like you, this small work has taken you three full months.-What does the idiom' a slow coach' mean?
A. an irresponsible person
B. a careless person
C. an unthoughtful person
D. a very lazy person
Right Answer : D
Q12. You should "show good manners" in the company of young ladies. -Which is the appropriate phrase for the quotation expression above?
A. behave gently
B. practise manners
C. behave yourself
D. do not talk rudely
Right Answer : A
Q13. What is the meaning of the idiom 'a round dozen'?
A. a little less than a dozen
B. a little more than a dozen
C. a full dozen
D. round about a dozen
Right Answer : C
Q14. Choose the appropriate meaning of the idiom 'swan song'.
A. First work
B. Last work
C. Middle work
D. Early work
Right Answer : B
Q15. Which phrase contains words opposed to each other in meaning?
A. Hopes and aspiration
B. Heat and dust
C. Reproduction and death
D. Emerged and advanced
Right Answer : C
Q16. Fill in the blank with the correct phrase : -----your shoes before entering the mosque.
A. put out
B. put off
C. put away
D. put on
Right Answer : B
Q17. The phrase "an apple of discord" means-
A. a sweet apple
B. a bitter apple
C. an unexpected gift
D. an object of quarrel
Right Answer : D
Q18. He asked me ''Why I was late ?" The inverted clause is -
A. Principal clause
B. Noun clause
C. Adjective Clause
D. Adverbial clause
Right Answer : B
Q19. A compound sentence must have--- principal clause.
A. Four
B. three
C. More than one
D. None
Right Answer : C
Q20. I know that he will come. The "I know" part is -
A. an adverbial clause
B. an adjective clause
C. a noun clause
D. a principle clause
Right Answer : D
Q21. ১৯৯৪ সালের ১ ডিসেম্বর বৃহস্পতিবার হলে, ১৯৯৫ সালের ঐ একই তারিখে হবে-
A. বৃহস্পতিবার
B. শুক্রবার
C. রবিবার
D. শনিবার
Right Answer : B
Q22. ভোর বেলায় আপনি বেড়াতে বের হয়েছেন। বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল। কিছুক্ষণ পরে আপনি বামদিকে ঘুরলেন, কয়েক মিনিট পরে আপনি ডানদিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোনদিকে?
A. পূর্ব
B. পশ্চিম
C. উত্তর
D. দক্ষিণ
Right Answer : A
Q23. ২০০৯ সালের ২৮ আগস্ট শুক্রবার ছিল। ঐ বছরের ১ অক্টোবর কি বার ছিল?
A. বুধবার
B. বৃহস্পতিবার
C. শুক্রবার
D. শনিবার
Right Answer : B
Q24. একটি ঘড়ি প্রতিদিন ১০ মিনিট সময় হারায়। কতদিন পর ঘড়িটি এমন অবস্থায় পৌঁছাবে যখন ঘড়িটি সঠিক সময় নির্দেশ করবে?
A. ৩৬
B. ৭২
C. ১২০
D. কোনোটিই নয়
Right Answer : B
Q25. ঘড়ির কাঁটায় যখন ১০ টা বেজে ১২ মিনিট তখন ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের মান কত?
A. ১২৬°
B. ১২০°
C. ১২৪°
D. কোনটিই নয়
Right Answer : A
Q26. When you see a blind man trying to cross the road, you-
A. go and help him
B. ignore and move on
C. ask someone to help him
D. wait till he crosses the road
Right Answer : A
Q27. P হচ্ছে Q এর পিতা কিন্তু Q , P এর ছেলে নয় । তাদের সম্পর্ক কোন ধরণের?
A. পিতা-মাতা
B. ভাই-বোন
C. মেয়ে-পিতা
D. ছেলে-মেয়ে
Right Answer : C
Q28. একটি ক্রিকেট দলের যতজন ষ্ট্যাম্প আউট হলো তার দেড়গুণ কট আউট হলো এবং মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো। এ দলের কতজন কট আউট হলো?
A. ২ জন
B. ৩ জন
C. ৪ জন
D. ৫ জন
Right Answer : B
Q29. কোন সমবাহু ত্রিভুজের ভুমি থেক শীর্ষবিন্দু বরাবর লম্ব অংকন করলে কয়টা ত্রিভুজ হয়?
A. ১
B. ২
C. ৩
D. ৪
Right Answer : C
Q30. If A=1, E=5, K=11, then D+F=?
A. 5
B. 10
C. 15
D. 20
Right Answer : B
Q31. জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত?
A. ৯
B. ১০
C. ১৫
D. ১৮
Right Answer : C
Q32. জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য রাষ্ট্র কত বছরের জন্য নির্বাচিত হয়?
A. ৫ বছর
B. ৩ বছর
C. ২ বছর
D. ১ বছর
Right Answer : C
Q33. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মহাকাশ-ভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার নাম কী?
A. Golden Dome
B. Iron Dome
C. S-500
D. MIM-104 Patriot
Right Answer : A
Q34. কাকে উৎখাতের পর ইরানে ধর্মীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়?
A. আয়াতুল্লাহ খোমেনি
B. রেজা শাহ পাহলভী
C. আয়াতুল্লাহ হুসাইন
D. আয়াতুল্লাহ খামেনি
Right Answer : B
Q35. বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোনটির মাধ্যমে?
A. তৈরী পোশাক রপ্তানি করে
B. প্রবাসীদের প্রেরিত অর্থে
C. পাটজাতদ্রব্য রপ্তানি করে
D. চা রপ্তানি করে
Right Answer : A
Q36. সর্বপ্রথম বাজেট প্রণয়ন করা হয়েছিল কোন দেশে?
A. যুক্তরাষ্ট্র
B. জাপান
C. গ্রেট ব্রিটেন
D. ফ্রান্স
Right Answer : C
Q37. এশিয়ায় সবচেয়ে বড় অর্থনীতির দেশ কোনটি?
A. চীন
B. ভারত
C. শ্রীলংকা
D. বাংলাদেশ
Right Answer : A
Q38. ক্রয় ক্ষমতার ভিত্তিতে কোন দেশের মাথাপিছু আয় সবচেয়ে বেশি?
A. কাতার
B. দক্ষিণ সুদান
C. লিচটেনস্টাইন
D. সুইজারল্যান্ড
Right Answer : C
Q39. নিও-ক্লাসিকাল অর্থনীতির প্রবক্তা কে?
A. পল স্যামুয়েলসন
B. অধ্যাপক মার্শাল
C. অ্যাডাম স্মিথ
D. থমাস হবস
Right Answer : B
Q40. কোন দেশ Gross National Product (GNP)-এর পরিবর্তে Gross National Happiness (GNH) ব্যবহার করে?
A. জার্মানি
B. ভুটান
C. যুক্তরাষ্ট্র
D. রাশিয়া
Right Answer : B
Q41. “ডিঙি টেনে বের করতে হবে”। – কোন ধরনের বাক্যের উদাহরণ?
A. কর্মবাচ্য
B. ভাববাচ্য
C. যৌগিক
D. কর্মকর্তৃবাচ্য
Right Answer : B
Q42. বাংলা সাহিত্যে “কালকূট” নামে পরিচিত কোন লেখক?
A. সমরেশ মজুমদার
B. শওকত ওসমান
C. সমরেশ বসু
D. আলাউদ্দিন আল আজাদ
Right Answer : C
Q43. “পরানের গহীন ভিতর” কাব্যের কবি কে?
A. অসীম সাহা
B. অরুণ বসু
C. আবু জাফর ওবায়দুল্লাহ
D. সৈয়দ শামসুল হক
Right Answer : D
Q44. “Give somebody a piece of your mind” means to-
A. tell someone that you are very angry with them.
B. say exactly what you feel or think.
C. return or to help somebody return to a normal situation.
D. give somebody mental peace
Right Answer : A
Q45. Identify the correct spelling:
A. questionaire
B. questionoir
C. questionnaire
D. questionair
Right Answer : C
Q46. কোনটি পানিতে দ্রবীভূত হয় না?
A. গ্লিসারিন
B. ফিটকিরি
C. সােডিয়াম ক্লোরাইড
D. ক্যালসিয়াম কার্বোনেট
Right Answer : D
Q47. পাথফাইন্ডার-এর মঙ্গলে অবতরণ সাল-
A. ১৯৯০
B. ১৯৯৫
C. ১৯৯৭
D. ২০০০
Right Answer : C
Q48. Apache এক ধরনের-
A. Database Management System (DBMS)
B. Web Server
C. Web Browser
D. Protocol
Right Answer : B
Q49. 'Descendant' এর বাংলা পরিভাষা কী?
A. মহীয়ান
B. শিক্ষক
C. বংশধর
D. কোষাধ্যক্ষ
Right Answer : C
Q50. ১-১০০ পর্যন্ত লিখতে ৯ সংখ্যাটি কতবার আসে?
A. ১১ বার
B. ১৪ বার
C. ১৫ বার
D. ২০ বার
Right Answer : D