Weekly and Model Exam 1.7
Weekly & Model Examination (WnM Exam - 1.7)
Success doesn’t come overnight — it’s built through daily effort, focus, and belief in yourself. Every page you read, every problem you solve, brings you one step closer to your goal. Even when it feels tough, remember why you started. You have the strength to overcome distractions and doubts. Stay consistent, stay positive, and trust the process. Your future self will thank you for the dedication you show today. Keep going — you’ve got this!
![]() |
WnM Exam - 1.7 Result |
Q1. 'দুই এবং নব্বই= বিরানব্বই' কোন ধরনের সমাসের উদাহরণ?
A. প্রাদি সমাস
B. দ্বিগু সমাস
C. অব্যয়ীভাব সমাস
D. নিত্য সমাস
Right Answer : D
Q2. 'বিয়েপাগলা' শব্দটি কোন সমাস?
A. অব্যয়ীভাব
B. তৎপুরুষ
C. বহুব্রীহি
D. কর্মধারয়
Right Answer: B
Q3. ‘অনুচিত’ শব্দটি কোন সমাস?
A. দ্বন্দ্ব সমাস
B. অব্যয়ীভাব সমাস
C. বহুব্রীহি সমাস
D. তৎপুরুষ সমাস
Right Answer : D
Q4. ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয়?
A. ধ্বনিতত্ত্বে
B. অর্থতত্ত্বে
C. বাক্যতত্ত্বে
D. রূপতত্ত্বে
Right Answer : D
Q5. বাবা বাড়ি নাই- বাক্যটিতে 'বাড়ি' কোন কারকে কোন বিভক্তি?
A. কর্মে শূন্য
B. কর্তৃকারকে শূন্য
C. অধিকরণে শূন্য
D. অপাদানে শূন্য
Right Answer : C
Q6. ‘আমি একটা পাখি দেখছি’- বাক্যে ‘পাখি’ শব্দটির কারক কী?
A. কর্ম কারক
B. কর্তৃ কারক
C. অধিকরণ কারক
D. সম্বন্ধ কারক
Right Answer : A
Q7. 'সংক্ষিপ্ত'- এর বিপরীত শব্দ কি?
A. চওড়া
B. প্রসারিত
C. প্রশস্ত
D. বিস্তৃত
Right Answer : D
Q8. ‘নিগ্রহ’ শব্দের বিপরীত শব্দ-
A. অনুগ্রহ
B. দয়া
C. বিগ্রহ
D. প্রতিগ্রহ
Right Answer : A
Q9. ‘‘পণ্ড’’ শব্দের প্রকৃত বিপরীতার্থক শব্দ কোনটি?
A. ত্রুটিপূর্ণ
B. অসাধারণ
C. অসফল
D. সফল
Right Answer : D
Q10. 'সরল' শব্দের বিপরীত শব্দ নয় কোনটি?
A. কুটিল
B. জটিল
C. বক্র
D. গরল
Right Answer : D
Q11. Synonym of 'Yenning'-
A. longing
B. aversion
C. apathy
D. disinterest
Right Answer : A
Q12. Which word is the opposite of 'stoic'?
A. apathetic
B. emotional
C. reserved
D. indifferent
Right Answer : B
Q13. Which one is the synonym of 'Demure'?
A. outgoing
B. modest
C. brazen
D. confident
Right Answer : B
Q14. The synonym for ‘Obdurate’ is -
A. Deceitful
B. Stubborn
C. Sly
D. Swindler
Right Answer : B
Q15. Synonym of 'Mundane'-
A. Common
B. Extraordinary
C. Spiritual
D. Remarkable
Right Answer : A
Q16. Antonym of the word 'Curious' is-
A. Eager
B. Inquisitive
C. Wondering
D. Apathetic
Right Answer : D
Q17. What is the synonym of 'Conclusion'?
A. Outcome
B. Commencement
C. Introduction
D. Opening
Right Answer : A
Q18. Choose the word which is opposite in meaning to "Negligent"
A. Careless
B. Attentive
C. Rash
D. Forgetful
Right Answer : B
Q19. Antonym of 'Negotiate':
A. Yield
B. Trade
C. Haggle
D. Settle
Right Answer : A
Q20. What is the synonym of 'Nurture'?
A. Suppress
B. Encourage
C. Abandon
D. Discourage
Right Answer : B
Q21. একটি পঞ্চভুজের সমষ্টি-
A. ৪ সমকোণ
B. ৬ সমকোণ
C. ৮ সমকোণ
D. ১০ সমকোণ
Right Answer : B
Q22. সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৩৫ ডিগ্রি হলে এর বাহুর সংখ্যা কত?
A. ৮
B. ৭
C. ৯
D. ৬
Right Answer : A
Q23. সুষম পঞ্চভুজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ হবে -
A. ৬০ ডিগ্রী
B. ৬৪ ডিগ্রী
C. ৭০ ডিগ্রী
D. ৭২ ডিগ্রী
Right Answer : D
Q24. কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি ২০% কমে, তবে উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত % কমবে?
A. ১০%
B. ২০%
C. ৩৬%
D. ৪০%
Right Answer : C
Q25. ৭ সে. মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
A. ৯৮ ব. সে. মি.
B. ৪৯ ব. সে. মি.
C. ১৯৬ ব. সে. মি.
D. ১৪৬ ব. সে. মি.
Right Answer : A
Q26. ১৩ সেমি ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে ৫ সেমি দূরত্বে অবস্থিত জ্যা-এর দৈর্ঘ্য -
A. ২৪ সেমি
B. ১৮ সেমি
C. ১৬ সেমি
D. ১২ সেমি
Right Answer : A
Q27. ১৮ ইঞ্চি উঁচু একটি বাক্সের দৈর্ঘ্য ৩ ফুট এবং প্রস্থ ২ ফুট। বাক্সটির আয়তন কত?
A. ৮ ঘনফুট
B. ৯ ঘনফুট
C. ১০৮ ঘনফুট
D. ৬ ঘনফুট
Right Answer : B
Q28. কোন কুয়ার গভীরতা 10 মিটার এবং ব্যাসার্ধ 1 মিটার হলে ঐ কুয়ার আয়তন কত?
A. 100π ঘনমিটার
B. 10π ঘনমিটার
C. 1000 ঘনমিটার
D. 100 ঘনমিটার
Right Answer : B
Q29. ১২ ফুট দৈর্ঘ্য এবং ৮ ফুট প্রস্থবিশিষ্ট একটি কাপের্ট দ্বারা একটি মেঝের ৬০% মোড়ানো যায় । মেঝেটির আয়তন কত বর্গফুট?
A. ৯৬
B. ১৬০
C. ৬৪
D. ১৮০
Right Answer : B
Q30. একটি বইয়ের দৈর্ঘ্য ২৫ সে.মি এবং প্রস্থ ১৮ সে.মি । বইটির সংখ্যা ২০০ এবং প্রতি পাতা কাগজের পুরুত্ব ০.১ মি.মি হলে, বইটির আয়তন নির্ণয় কর।
A. ২৫০ ঘন সে.মি
B. ৩৫০ ঘন সে.মি
C. ৪৫০ ঘন সে.মি
D. ৫৫০ ঘন সে.মি
Right Answer : C
Q31. আফ্রিকা মহাদেশের মানচিত্রে Horns of Africa -তে কোন দেশটি অবস্থিত?
A. ইথিওপিয়া
B. নাইজেরিয়া
C. কেনিয়া
D. সুদান
Right Answer : A
Q32. বেনিন প্রজাতন্ত্র কোন মহাদেশে অবস্থিত?
A. এশিয়া
B. ইউরোপ
C. দক্ষিণ আমেরিকা
D. আফ্রিকা
Right Answer : D
Q33. ভেনিজুয়েলা কোন মহাদেশে-
A. আফ্রিকা
B. ইউরোপ
C. দক্ষিণ আমেরিকা
D. এশিয়া
Right Answer : C
Q34. দুই মহাদেশে অবস্থিত নগরী কোনটি?
A. ইস্তাম্বুল
B. কায়রো
C. ট্রয়নগরী
D. হ্যামরফাস্ট
Right Answer : A
Q35. সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযোজিত করে?
A. লোহিত সাগর ও ভূমধ্যসাগর
B. ভূমধ্যসাগর ও আরব সাগর
C. লোহিত সাগর ও আরব সাগর
D. ভূমধ্যসাগর ও কাস্পিয়ান সাগর
Right Answer : A
Q36. ইংলিশ চ্যানেল কোন ২টি মহাসাগরকে যুক্ত করেছে?
A. আটলান্টিক মহাসাগর ও উত্তর মহাসাগর
B. আটলান্টিক মহাসাগর ও ভারত মহাসাগর
C. আটলান্টিক মহাসাগর ও আরব সাগর
D. আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর
Right Answer : A
Q37. পুনর্ভবা, নাগর, কুলিখ ও টাঙ্গন কোন নদীর উপনদী?
A. মহানন্দা
B. ব্রহ্মপুত্র
C. কুমার
D. যমুনা
Right Answer : A
Q38. জলভাগের পরিমাপ বেশি পৃথিবীর -
A. উত্তর গোলার্ধে
B. দক্ষিণ গোলার্ধে
C. পূর্ব গোলার্ধে
D. পশ্চিম গোলার্ধে
Right Answer : B
Q39. 'বেরিং প্রণালী’ কোন দুটি মহাদেশকে পৃথক করেছে?
A. আমেরিকা ও এশিয়া
B. আফ্রিকা ও ইউরোপ
C. আফ্রিকা ও এশিয়া
D. এশিয়া ও ইউরোপ
Right Answer : A
Q40. ভূ-অভ্যন্তরের সর্বাধিক গরম স্তর কোনটি?
A. ভূ-ত্বক
B. ম্যান্টল
C. বহির্নিউক্লিয়াস
D. অন্তঃনিউক্লিয়াস
Right Answer : D
Q41. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে:
A. বৈকুণ্ঠের খাতা
B. জামাই বারিক
C. বিবাহ-বিভ্রাট
D. হিতে বিপরীত
Right Answer : A
Q42. মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ হচ্ছে:
A. গাজী মিয়াঁর বস্তানী
B. আলালের ঘরের দুলাল
C. হুতোম প্যাঁচার নক্সা
D. কলিকাতা কমলালয়
Right Answer : A
Q43. ‘তাম্বুলিক’ শব্দের সমার্থক নয় কোনটি?
A. তামসিক
B. বারুই
C. পান-ব্যবসায়ী
D. পর্ণকার
Right Answer : A
Q44. ‘Hand out’ – এর শুদ্ধ বাংলা পরিভাষা হচ্ছে:
A. হস্তপত্র
B. জ্ঞাপনপত্র
C. তথ্যপত্র
D. প্রচারপত্র
Right Answer : B
Q45. A person who believes that laws and governments are not necessary is known as-
A. a militant
B. an anarchist
C. a terrorist
D. an extremist
Right Answer : B
Q46. He went to ______ hospital because he had ___ heart attack.
A. no article, an
B. a, an
C. the, no article
D. no article, a
Right Answer : D
Q47. যদি ৯×৭ = ৩৫৪৫ এবং ৪×৩ = ১৫২০ হয় তবে, ৬×৮ = ?
A. ৩০৪০
B. ৫০৪০
C. ৪০৩০
D. ৬০৫০
Right Answer : C
Q48. কোন দেশের জাতীয় সংসদ দ্বি-কক্ষ বিশিষ্ট?
A. মিয়ানমার
B. চীন
C. সিঙ্গাপুর
D. ব্রুনাই
Right Answer : A
Q49. 'আগাগোড়া' কোন ধরনের সমাস?
A. দ্বন্দ্ব সমাস
B. পঞ্চমী তৎপুরুষ সমাস
C. কর্মধারয় সমাস
D. অব্যয়ীভাব সমাস
Right Answer : B
Q50. শালবন বিহার কোন নদীর তীরে অবস্থিত?
A. গোমতী
B. মহানন্দা
C. ফেনী
D. করতোয়া
Right Answer : A