Weekly and Model Exam 1.1
Weekly & Model Exam (WnM Exam - 1.1)
Q1. বাংলা সাহিত্যের ইতিহাস কবে থেকে শুরু হয়?
A. যিশুর জন্মের পর থেকে
B. চর্যাপদের কাল থেকে
C. চৈতন্যদেবের কাল থেকে
D. পাল আমল থেকে
Right Answer : B
Q2. কাহ্নপা কয়টি পদ রচনা করেছেন?
A. ১২টি
B. সাড়ে ১২টি
C. ১৩টি
D. ১০টি
Right Answer : C
Q3. ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, শবরপা কোন দেশের লোক ছিলেন?
A. বাংলাদেশ
B. নেপাল
C. ভারত
D. মিয়ানমার
Right Answer : A
Q4. নিচের কোন ভাষাটি চর্যাপদে পরিলক্ষিত হয় না?
A. মৈথিলী
B. উড়িয়া
C. হিব্রু
D. অসমীয়া
Right Answer : C
Q5. কত সালে ড. শশিভূষণ দাশগুপ্ত চর্যাপদের অন্তর্নিহিত তত্ত্বের ব্যাখ্যা প্রকাশ করেন?
A. ১৯৪৬
B. ১৯৪২
C. ১৯২৭
D. ১৯২০
Right Answer : A
Q6. মধ্যযুগের অনুবাদ সাহিত্য রচনায় কোন মুসলিম শাসকের গুরুত্বপুর্ন ভূমিকা রয়েছে?
A. নাসির উদ্দিন শাহ
B. মুর্শিদ কুলি খান
C. শাহ সুজা
D. আলাউদ্দিন হুসেন শাহ
Right Answer : C
Q7. মধ্যযুগের প্রথম কাব্য কোনটি?
A. শুন্যপুরান
B. ডাকার্নব
C. শ্রীকৃষ্ণকীর্তন
D. গীতগোবিন্দ
Right Answer : C
Q8. সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোনরূপে বিদ্যমান?
A. আঞ্চলিক
B. উপভাষা
C. লেখ্য
D. কথ্য
Right Answer : C
Q9. সাধু ও চলিত রীতিতে অভিন্নরুপে ব্যবহৃত হয়-
A. অব্যয়
B. সম্বোধন পদ
C. সর্বনাম
D. ক্রিয়া
Right Answer : A
Q10. বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে বলে-
A. সাধু রীতি
B. লেখ্য রীতি
C. আঞ্চলিক রীতি
D. প্রমিত রীতি
Right Answer : D
Q11. 'The Age of Chaucer' belongs to-
A. The Neoclassical Period
B. The Old English Period
C. The Renaissance Period
D. The Middle English Period
Right Answer : D
Q12. "Heroic deeds" is the characteristic of-
A. The Old English Period
B. The Romantic Period
C. The Modern Period
D. The Middle English Period
Right Answer : A
Q13. The Tory born in -
A. The Old English Period
B. The Renaissance Period
C. The Restoration Period
D. The Modern Period
Right Answer : C
Q14. Which is the latest period of English literature?
A. The Post Modern Period
B. The Modern Period
C. Victorian Period
D. Old English Period
Right Answer : A
Q15. What was the main fact of Elizabethan tragedy?
A. Revenge
B. Sacrifice
C. rival
D. none
Right Answer : A
Q16. The line 'Frailty, thou name is woman' occurs in Shakespeare's play -
A. Hamlet
B. Macbeth
C. Othello
D. King Lear
Right Answer : A
Q17. 'Tambeurlaine the Great' is a drama by-
A. Christopher Marlowe
B. Ernest Hemingway
C. Charles Dickens
D. John Keats
Right Answer : A
Q18. 'On Shakespeare' is written by-
A. John Milton
B. John Bunyan
C. John Dryden
D. Philip Sidney
Right Answer : A
Q19. The most famous satirist in English literature is-
A. Jonathan Swift
B. Alexander Pope
C. Joseph Addison
D. Richard Steel
Right Answer : A
Q20. Which is William Blake's theological book?
A. The Little Boy Lost
B. To Spring
C. The Lamb
D. Marriage of Hell and Heaven
Right Answer : D
Q21. একটি সংখ্যাকে ১৩ দিয়ে ভাগ করলে ভাগশেষ ৭ থাকে। যদি ভাগফল ভাগশেষের পাঁচগুণ হয়, তবে সংখ্যাটি কত?
A. ৪২৩
B. ৪৬২
C. ৪৮০
D. ৫১২
Right Answer : B
Q22. যদি ১৫,২৮ ও ৩৩ এই তিনটি সংখ্যার গুণফল Z হলে নিচের কোনটি একটি পূর্ণ সংখ্যা হবে না?
A. Z/২১
B. Z/২৪
C. Z/৫৫
D. কোনটিই নয়
Right Answer : B
Q23. সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে কি বলে?
A. স্বাভাবিক সংখ্যা
B. মৌলিক সংখ্যা
C. পূর্ণসংখ্যা
D. বাস্তব সংখ্যা
Right Answer : D
Q24. √3 এবং 5 এর মাঝে কয়টি পূর্ণসংখ্যা আছে?
A. 1টি
B. 2টি
C. 3টি
D. 4টি
Right Answer : C
Q25. দুই অংক বিশিষ্ট একটি সংখ্যা, অংকদ্বয়ের স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়। অংক দুটির যোগফল 12 হলে সংখ্যাটি কত?
A. 57
B. 75
C. 39
D. 93
Right Answer : C
Q26. ৫-এর কত শতাংশ ৭ হবে?
A. ৪০
B. ১২৫
C. ৯০
D. ১৪০
Right Answer : D
Q27. ৩৫০ টাকা দরে ৩ কেজি মিষ্টি কিনে ৪ টাকা হারে ভ্যাট দিলে মোট কত ভ্যাট দিতে হবে?
A. ১৪ টাকা
B. ৪২ টাকা
C. ১২ টাকা
D. ১০৫ টাকা
Right Answer : B
Q28. যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না?
A. ১৬%
B. ২০%
C. ২৫%
D. ২৪%
Right Answer : B
Q29. কোনো সংখ্যার 40% এর সাথে 42 যোগ করলে ফলাফল হবে ঐ সংখ্যাটি। উহা কত?
A. 70
B. 80
C. 90
D. 75
Right Answer : A
Q30. 30% of 10 is 10% of which?
A. 30
B. 60
C. 40
D. 600
Right Answer : A
Q31. ঢাকার সর্বশেষ নবাব কে ছিলেন?
A. খাজা হাবিবুল্লাহ
B. খাজা নাজিমুদ্দিন
C. খাজা আব্দুল গণি
D. খাজা আতিকুল্লাহ
Right Answer : A
Q32. বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী?
A. পুণ্ড্র
B. তাম্রলিপি
C. গৌঢ়
D. হরিকেল
Right Answer : A
Q33. বারো ভূঁইয়াদের পতনের পর বাংলার শাসন কারা গ্রহণ করে?
A. মুঘল
B. ব্রিটিশ
C. পর্তুগিজ
D. আরাকান
Right Answer : A
Q34. ঢাকায় সুবা-বাংলার রাজধানী কখন স্থাপিত হয়?
A. ১৬১০ সালে
B. ১৫৭৬ সালে
C. ১৯০৫ সালে
D. ১৯৪৭ সালে
Right Answer : A
Q35. বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম-
A. তেঁতুলিয়া
B. পঞ্চগড়
C. বাংলাবান্ধা
D. নকশালবাড়ি
Right Answer : C
Q36. আয়তনের দিক দিয়ে বাংলাদেশের সবচেয় বড় বিভাগ কোনটি?
A. ঢাকা
B. চট্টগ্রাম
C. খুলনা
D. রাজশাহী
Right Answer : B
Q37. বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত?
A. খাগড়াছড়ি
B. বান্দরবান
C. রাঙ্গামাটি
D. কুমিল্লা
Right Answer : C
Q38. বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা কত?
A. ৪৫
B. ৩৫
C. ৫০
D. ৩০
Right Answer : C
Q39. স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল ১৯৭১ সালের-
A. ২৫ মার্চ
B. ২৩ মার্চ
C. ১০ মার্চ
D. ২ মার্চ
Right Answer : D
Q40. বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম নকশা কে করেন?
A. কামরুল হাসান
B. শিল্পী শাহাবুউদ্দিন
C. এস এম সুলতান
D. শিব নবায়ন দাস
Right Answer : D
Q41. অ্যালটিমিটার (Altimeter) কি?
A. তাপ পরিমাপক যন্ত্র
B. উষ্ণতা পরিমাপক যন্ত্র
C. গ্যাসের চাপ পরিমাপক যন্ত্র
D. উচ্চতা পরিমাপক যন্ত্র
Right Answer : D
Q42. তিন সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স ২৪ বছর। যদি কোনো সদস্যের বয়সই ২১ বছরের নিচে না হয় তবে তাদের কোনো একজনের সর্বোচ্চ বয়স কত হতে পারে?
A. ২৫ বছর
B. ৩০ বছর
C. ২৮ বছর
D. ৩২ বছর
Right Answer : B
Q43. একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ ৩৫° ও ৫৫°। ত্রিভুজটি কোন ধরনের?
A. সমকোণী
B. সমবাহু
C. সমদ্বিবাহু
D. স্থুলকোণী
Right Answer : A
Q44. (x – y, 3) = (0, x + 2y) হলে (x,y) = কত?
A. (1,1)
B. (1,3)
C. (-1,-1)
D. (-3,1)
Right Answer : A
Q45. শালবন বিহার কোথায়?
A. গাজীপুর
B. মধুপুর
C. রাজবাড়ী
D. কুমিল্লার ময়ানমতি পাহাড়ের পাশে
Right Answer : D
Q46. সার্ক-এর সদস্য দেশ কয়টি?
A. ৬
B. ৭
C. ৮
D. ৯
Right Answer : C
Q47. Pick an appropriate preposition for the following sentence: Noureen will discuss the issue with Nasir ____ phone.
A. in
B. over
C. by
D. On
Right Answer : C
Q48. Pick the word that is synonymous with ‘authoritarian’.
A. autocratic
B. senior
C. elderly
D. Potential
Right Answer : A
Q49. ব্যঞ্জবর্ণের বিকল্প রূপের নাম -
A. কারবর্ণ
B. অনুবর্ণ
C. ফলা
D. রেফ
Right Answer : B
Q50. কোন চলচ্চিত্রটি ১৯৪৭ -এর দেশভাগ নিয়ে নির্মিত হয়?
A. আবার তোরা মানুষ 'হ'
B. চিত্রা নদীর পাড়ে
C. মাটির ময়না
D. নদীর নাম মধুমতি
Right Answer : B