Weekly and Model Exam 0.3
Weekly & Model Exam (WnM Exam - 0.3):
আপনি প্রতিদিন নিজের লক্ষ্যের দিকে এক ধাপ এগিয়ে যান, আর সেটা কখনো থামাবেন না। পরীক্ষার চাপ থাকবেই, কিন্তু আপনি যদি মনোবল হারান না, তবে জয় আপনারই হবে। পরিশ্রমের কোনো বিকল্প নেই, আর আপনি সেই পরিশ্রম করতে প্রস্তুত। ছোট ছোট বাধা আপনাকে থামাতে পারবে না যদি আপনি দৃঢ়সংকল্পের সাথে এগিয়ে যান। আপনার স্বপ্ন বড়, তাই আপনাকে বড় হতে হবে। ভুল হলে ভেঙে পড়বেন না, বরং তা থেকে শিখে আবার নতুন উদ্যমে চেষ্টা চালিয়ে যান। নিজের প্রতি বিশ্বাস রাখুন, কারণ বিশ্বাস থেকেই শুরু হয় যাত্রা। সময়কে কাজে লাগান, কারণ সময়ই আপনার সবচেয়ে বড় সম্পদ। ধৈর্য ধরে পড়াশোনা করলে সাফল্য আপনাকে ছাড়বে না। আপনি যদি মন দিয়ে চেষ্টা চালিয়ে যান, তাহলে একদিন অবশ্যই সফলতা আপনার পথ ধরবে।
Q1. রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রন্থ কোনটি?
A. ছায়ানট
B. কালান্তর
C. গৃহদাহ
D. পল্লীসমাজ
Right Answer : B
Q2. "যৌবনের গান" রচনাটি কাজী নজরুল ইসলামের মূলত একটি-
A. গান
B. অভিভাষণ
C. পদ্য
D. প্রবন্ধ
Right Answer : B
Q3. নিচের কোন দু'জন শরৎচন্দ্র-সৃষ্ট নারী চরিত্র?
A. আয়েষা, শ্রী
B. দামিনী, কুমুদিনী
C. অভয়া, অন্নদা
D. সর্বজয়া, দুর্গা
Right Answer : C
Q4. "রজনী" উপন্যাসটি কার লেখা?
A. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
B. স্বর্ণকুমারী দেবী
C. কালীপ্রসন্ন সিংহ
D. ঈশ্বরচন্দ্র গুপ্ত
Right Answer : A
Q5. 'রূপাই’ জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থের চরিত্র?
A. সোজন বাদিয়ার ঘাট
B. নক্সী কাঁথার মাঠ
C. রাখালী
D. বালুচর
Right Answer : B
Q6. কোনটি শামসুর রাহমানের কাব্য?
A. বিমুখ প্রান্তর
B. কালের কলস
C. রৌদ্র করোটিতে
D. পূর্বাভাস
Right Answer : C
Q7. ‘চঞ্চল’ এর স্ত্রী লিঙ্গ কী?
A. চঞ্চলা
B. চঞ্চলময়ী
C. চঞ্চলবতী
D. চঞ্চলমতি
Right Answer : A
Q8. নিচের কোন বাক্যে বহুবচন ব্যবহৃত না হয়েও বহুবচন বোঝাচ্ছে?
A. মৌমাছি মৌচাক বানায়।
B. ছাত্ররা এসে জড়ো হয়েছে।
C. এ নিয়ে আমাদের বলার কিছু নেই।
D. হাজার হাজার কৃষক ফুলের চাষ করেন।
Right Answer : A
Q9. কোনটি পুরুষ ও স্ত্রীবাচক দুই বোঝায়?
A. ভেড়া
B. বাঘ
C. মোরগ
D. পাখি
Right Answer : D
Q10. "উত্তম পুরুষ" উপন্যাসের রচয়িতা কে?
A. শওকত ওসমান
B. জহির রায়হান
C. শহীদুল্লাহ কায়সার
D. রশীদ করিম
Right Answer : D
Q11. Seldom ___ understand her fault while talking to others.
A. she could
B. could she
C. had she
D. she had
Right Answer : B
Q12. Honey tastes sweet . What is expressed by the verb 'taste'?
A. state of emotion
B. state of being
C. event
D. state of perceiving
Right Answer : D
Q13. Salina...... slender had mastered the art.
A. was
B. being
C. be
D. is
Right Answer : B
Q14. The mother, along with her daughter, ______ tennis on Sundays.
A. has played
B. have playing
C. play
D. plays
Right Answer : D
Q15. Two-thirds of the mangoes ... rotten.
A. was
B. were
C. has been
D. none of the above
Right Answer : B
Q16. ______ of the two girls will get to perform.
A. No
B. All
C. Each
D. Every
Right Answer : C
Q17. Only ________ one-bedroom flat is available for rent in this area.
A. An
B. The
C. No Article
D. A
Right Answer : D
Q18. _______ good education is important.
A. An
B. The
C. A
D. None of the above
Right Answer : C
Q19. Do you know the name of _______ artist who painted this portrait?
A. the
B. a
C. an
D. None of the above
Right Answer : A
Q20. ______ English uses many words of Latin origin.
A. A
B. The
C. An
D. No article required
Right Answer : D
Q21. যদি 36 এবং 18-এর তৃতীয় সমানুপাতী x হয়, তাহলে x-এর মান কত?
A. 11
B. 7
C. 10
D. 9
Right Answer : D
Q22. যদি A : B = 7 : 8 এবং B : C = 7 : 9 হয়, তাহলে A : B : C এর অনুপাত হবে?
A. 56 : 49 : 72
B. 49 : 56 : 72
C. 56 : 72 : 49
D. 72 : 56 : 49
Right Answer : B
Q23. একজনের কাছে 25 পয়সা, 50 পয়সা এবং 1 টাকার মুদ্রা রয়েছে। সব মিলিয়ে 220 টি মুদ্রা রয়েছে যার মোট মূল্য় 160 টাকা। যদি 25 পয়সার মুদ্রার সংখ্যার তিনগুণ সংখ্যক 1 টাকার মুদ্রা থাকে, তবে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত?
A. 60
B. 120
C. 40
D. 80
Right Answer : A
Q24. 25% লাভে ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত কত?
A. 1 : 4
B. 4 : 3
C. 5 : 4
D. 4 : 5
Right Answer : D
Q25. ৯টি সংখ্যার যোগফল ৫৩০। প্রথম ৫টির গড় ৫৬ এবং শেষের ৫টির গড় ৬২ হলে পঞ্চম সংখ্যাটি কত?
A. ৫০
B. ৫৫
C. ৬০
D. ৬৫
Right Answer : C
Q26. একজন ছাত্র ২৪০ টাকায় কতগুলো কলম কিনল। সে যদি ঐ টাকায় একটি কলম বেশি পেতো তবে প্রতিটি কলমের দাম গড়ে ১ টাকা কম পরতো। সে কতগুলো কলম কিনল?
A. ৬টি
B. ৭টি
C. ৫টি
D. ১৫টি
Right Answer : D
Q27. ২০০০ সালের ফেব্রুয়ারী মাসের দৈনিক বৃষ্টিপাতের গড় ০.৫৫ সে.মি । ঐ মাসের মোট বৃষ্টিপাতের পরিমাণ কত?
A. ১৫.৫ সে.মি
B. ১৫.৪ সে.মি
C. ১৫.৯৫ সে.মি
D. ১৫.৫৫ সে.মি
Right Answer : C
Q28. ৬, ৮, ১০ এর গাণিতিক গড় ৭, ৯ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?
A. ৫
B. ৮
C. ৬
D. ১০
Right Answer : B
Q29. ১২ জন শ্রমিক ৩ দনে ৭২০ টাকা আয় করে। ৯ জন শ্রমিক সমপরিমাণ টাকা আয় করবে কত দিনে?
A. ৫ দিনে
B. ৪ দিনে
C. ৬ দিনে
D. ৩ দিনে
Right Answer : B
Q30. কাজের দিন ২ টাকা ও অনুপস্থিতির দিন ৫০ পয়সা জরিমানার শর্তে এক ব্যক্তি সেপ্টেম্বর মাসে ৪০ টাকা পেল । ব্যক্তিটি কাজে কতদিন উপস্থিত ছিল?
A. ২০
B. ২২
C. ২৪
D. ১৯
Right Answer : B
Q31. বাংলাদেশের আবহাওয়া হলো-
A. ট্রপিক্যাল
B. ওয়ার্ম হিউমিড
C. শুষ্ক
D. শীতল
Right Answer : A
Q32. বাংলাদেশের বদ্বীপ সমভূমি অঞ্চল-
A. কুষ্টিয়া, খুলনা
B. ঢাকা, কুমিল্লা
C. রংপুর, বরিশাল
D. খুলনা, সিলেট
Right Answer : A
Q33. পটুয়াখালী ভূমিকম্পের কোন বলয়ে রয়েছে?
A. প্রলয়ঙ্করী
B. বিপজ্জনক
C. লঘু
D. নিরাপদ
Right Answer : C
Q34. ভূমিকম্পের বিপজ্জনক বলয়ে অবস্থিত কোন জেলা?
A. ঢাকা
B. রংপুর
C. চট্টগ্রাম
D. খুলনা
Right Answer : A
Q35. বাংলাদেশের কোন ঋতুতে কালবৈশাখী হয়?
A. বসন্তকাল
B. গ্রীষ্মকাল
C. বর্ষাকাল
D. শরৎকাল
Right Answer : B
Q36. সমুদ্রপৃষ্ঠ থেকে বাংলাদেশের সবচেয়ে উঁচু জায়গা-
A. চুয়াডাঙ্গা
B. সিলেট
C. দিনাজপুর
D. পঞ্চগড়
Right Answer : C
Q37. বাৎসরিক বৃষ্টিপাতের কত শতাংশ বর্ষাকালে হয়ে থাকে?
A. এক-তৃতীয়াংশ
B. চার-পঞ্চমাংশ
C. দুই-তৃতীয়াংশ
D. তিন-পঞ্চমাংশ
Right Answer : B
Q38. বাংলাদেশের যে অঞ্চলের ভূমি উচু -
A. পূর্বাঞ্চল
B. দক্ষিণাঞ্চল
C. উত্তরাঞ্চল
D. পশ্চিমাঞ্চল
Right Answer : C
Q39. সুন্দরবনের লবণাক্ত পানির অরণ্যের প্রধান বৃক্ষ কোনটি?
A. সুন্দরি
B. গেওয়া
C. গরান
D. পশুর
Right Answer : B
Q40. মিয়ানমানের সাথে বাংলাদেশের সীমান্ত দৈঘ্য-
A. ১৮০ কি.মি
B. ২৮০ কি.মি
C. ১৯০ কি.মি
D. ২০০ কি.মি
Right Answer : B
Q41. জসীমউদ্দীনের ‘কবর’ কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
A. তত্ত্ববোধিনী
B. ধূমকেতু
C. কল্লোল
D. কালি ও কলম
Right Answer : C
Q42. যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্তপদের দ্বারা সমাহার বোঝায়, তাকে বলে-
A. দ্বন্দ্ব সমাস
B. রূপক সমাস
C. বহুব্রীহি সমাস
D. দ্বিগু সমাস
Right Answer : D
Q43. Climate is a — of the environment.
A. state
B. situation
C. rank
D. size
Right Answer : A
Q44. 1+ 2+ 3+ 4+…….+99 = কত?
A. 4650
B. 4750
C. 8850
D. 4950
Right Answer : D
Q45. পুনর্ভবা, নাগর ও টাঙ্গন কোন নদীর উপনদী?
A. মহানন্দা
B. ভৈরব
C. কুমার
D. বড়াল
Right Answer : A
Q46. নিম্নের কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন?
A. ফা-হিয়েন
B. ইবনে বতুতা
C. মার্কো পোলো
D. হিউয়েন সাং
Right Answer : B
Q47. ‘মন’ শব্দের বিশেষণ-
A. মানস
B. মানসিক
C. মনন
D. মানুষ
Right Answer : B
Q48. She won't dance in the party,_______
A. will she?
B. will not she?
C. would she?
D. wouldn't she?
Right Answer : A
Q49. বীরশ্রেষ্ঠ রুহুল আমীন কোন গানবোটের Engine Room Artificer নিযুক্ত ছিলেন?
A. পদ্মা
B. পলাশ
C. বাংলার দূত
D. বখতিয়ার
Right Answer : B
Q50. ৬০ মিটারবিশিষ্ট একটি বাঁশকে ৩ঃ৭ঃ১০ অনুপাতে ভাগ করলে টুকরাগুলোর সাইজ কত?
A. ৮ মিটার; ২২ মিটার; ৩০ মিটার
B. ১০ মিটার; ২০ মিটার; ৩০ মিটার
C. ৯ মিটার; ২১ মিটার; ৩০ মিটার
D. ১২ মিটার; ২০ মিটার; ২৮ মিটার
Right Answer : C